Advertisement

খেলা

Kolkata Knight Riders: দুই আনক্যাপড ক্রিকেটারই আশা জিইয়ে রেখেছেন KKR-এর

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 May 2023,
  • Updated 4:26 PM IST
  • 1/10

এবারের আইপিএল-এ (IPL 2023) কেকেআর-এর (Kolkata Knight Riders) হয়ে আনক্যাপড ক্রিকেটাররা দারুণ পারফর্ম করছেন। রিঙ্কু সিং (Rinku Singh), সুয়াশ শর্মারা (Suyash Sharma) এখনও কেকেআর-এর প্লে অফে যাওয়ার আশা টিকিয়ে রেখেছেন।  
 

  • 2/10

একটাও আন্তর্জাতিক ম্যাচ না খেলা আনক্যাপড রিঙ্কু সিং আইপিএল ফিনিশার হিসাবে নিজের ক্ষমতা দেখিয়েছেন। রিঙ্কু যেভাবে ব্যাটিং করছে, সে ভবিষ্যতে টিম ইন্ডিয়ার (Team India) সেরা ফিনিশার হতে পারেন। 
 

  • 3/10

গুজরাত টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে রিঙ্কু সিং যেভাবে ব্যাট করেছিলেন, তা দেখেই মনে করা হচ্ছে, ক্রিকেট বিশ্ব এক নতুন তারকা পেয়েছে। 
 


 

  • 4/10

কলকাতার জয়ের জন্য তখন দরকার ৬ বলে ২৯ রান। সেই ম্যাচে রিঙ্কু এরপর টানা ৫ বলে ৫ ছক্কা মেরেছিলেন। অবিশ্বাস্য সেই ইনিংসের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

  • 5/10

প্রায় এক মাস পর, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে রিঙ্কুর ব্যাট আবারও ঝলসে ওঠে। ১০ বলে অপরাজিত ২১ রান করেন। শেষ বলে চার মেরে কেকেআরকে ম্যাচ জেতান রিঙ্কু। 
 

 

  • 6/10

রিঙ্কু এবারের আইপিএলে মোট ১১টি ম্যাচ খেলেছেন এবং তার ব্যাট থেকে এসে ২৭৪ রান। গড় ৫৬.১৭ এবং স্ট্রাইক রেট ১৫১.১২।  
 

  • 7/10

রিঙ্কু সিং ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৮৭৫ রান করেছেন। গড় ৫৯.৮৯। একই সঙ্গে ৫০টি লিস্ট এ ম্যাচে ব্যাট হাতে ১৭৪৯ রান করেছেন। 
 

  • 8/10

রিঙ্কু এখন পর্যন্ত মোট ৮৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টি২০তে ১৬৩১ রান রয়েছে তাঁর। যে ফর্মে তিনি আছে, তাতে ভারতীয় টি২০ দলে সুযোগ পেতেই পারেন তারকা ব্যাটার। 
 

  • 9/10

১৯ বছর বয়সী সুয়াশ শর্মা এবারের আইপিএলে কেকেআর দলের হয়ে খেলছেন। এবারের আইপিএল-এ তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবে দেখা যাচ্ছে। 
 

 

  • 10/10

অনেক তারকা ব্যাটারকে আউট করেছেন তিনি। অভিষেক ম্যাচেই তিনি রয়্যাল চ্যালেঞ্জার্সের তিন ক্রিকেটারকে আউট করে চমকে দিয়েছিলেন। ঘরোয়া পর্যায়ে কোনো ক্রিকেট খেলেননি সুয়াশ।  
 

 

Advertisement
Advertisement