বৃহস্পতিবার ইডেনে(Eden Gardens) প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফাফ ডু প্লেসিদের (Faf du Plessis) বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে কেকেআর-এর রঙে সেজে উঠেছে কলকাতা (Kolkata)। ইডেনও সেজে উঠেছে একেবারে নতুনভাবে।
হাওড়া ব্রিজ থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় কেকেআর-এর রঙে সেজে উঠছে গোটা কলকাতা শহর। ইডেনের বাইরেও বিরাট পোস্টার। প্রেসবক্সও সাজানো হয়েছে নতুন করে। সেজে উঠেছে ভিআইপি বক্সও।
কিছুদিন আগেই সিএবি-র (Cricket Association Of Bengal) পক্ষ থেকে ইডেনের অন্দরমহলের ছবি পোস্ট করা হয়েছিল। ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে ইডেনকে। দর্শকদের জন্য থাকছে লেজার শো। মাঠে আসা দর্শকরা সেই দৃশ্য উপভোগ করতে পারবেন।
ইডেন শুধু নয়, শহরের বিভিন্ন জায়গায় আইপিএল (IPL 2023) উৎসব চলছে। সেজে উঠছে শহরের নামী পাঁচতারা হোটেল গুলিও। বেগুনি সোনালি রঙে মুড়ে ফেলা হচ্ছে তিলোত্তমাকে। চার বছর পর ঘরে ফিরছে নাইটরা।
ম্যাচের দিন শহরে মেট্রো (Kolkata Metro Railway) চলবে রাত পর্যন্ত। বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে মেট্রো রেলের তরফে। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড (Esplanade) থেকে কবি সুভাষ (Kabi Subhash) এবং দক্ষিনেশ্বর (Dakhshineswar) মুখী মেট্রো পাবেন ইডেন ফেরত দর্শকরা।
ওই মেট্রোগুলি কবি সুভাষ এবং দক্ষিনেশ্বরে পৌঁছাবে রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ। আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
যদিও হার দিয়েই আইপিএল অভিযান শুরু করেছেন নীতিশ রানা (Nitish Rana), চন্দ্রকান্ত পন্ডিতরা। পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে সাত রানে হারতে হয়েছে কলকাতাকে। বিরাটদের (Virat Kohli) বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া নাইটরা।
ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায়। আটটার সময় টস। টিভিতে স্টার স্পোর্টস ও লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে (KKR vs RCB Live streaming Details) জিও সিনেমা (Jio Cinema) ডাউনলোড করতে হবে।