তিন দিন পরেই আইপিএল (IPL)-এর নিলাম। ১০টি দল ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলা আইপিএল-এর মেগা নিলামে(IPL Mega Auction) অংশ নেবে।
বিসিসিআই-এর দেওয়া তালিকা অনুযায়ী আইপিএল-এর এই মেগা নিলামে অংশ নেবেন ৫৯০ জন ক্রিকেটার।
৫৯০ জন ক্রিকেটারের মধ্যে ২০৮ জন ক্রিকেটার রয়েছেন যাঁরা দেশের হয়ে খেলেছেন। তবে বাকি ৩৫৫ এখনও তাঁদের দেশের হয়ে একটাও ম্যাচ খেলেননি। অর্থাৎ তাঁরা আন ক্যাপটড।
আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে সাতজন ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশের। দেখে নেওয়া যাক, আনক্যাপড ক্রিকেটারদের সম্পর্কে যারা নিলামে শক্তিশালী বিড পেতে পারেন-
শাহরুখ খান: তামিলনাড়ুর এই ব্যাটার গত দুই বছর ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন। মুস্তাক আলি ট্রফিতে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮১, তাঁকে দলে রাখতে পাঞ্জাব কিংসের কাছে সুপারিশ করেছিলেন কোচ অনিল কুম্বলে। তবুও তাঁকে দলে রাখেনি পাঞ্জাব। এখন দেখার মেগা নিলামে কোন দলে যান তিনি।
রাহুল ত্রিপাঠি: দেশের হয়ে এখনও খেলার সুযোগ না পেলেও আইপিএল-এ দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রাহুলের। কলকাতা নাইট রাইডার্স ছাড়াও রাইজিং পুনে সুপার জায়েন্টসের হয়ে দারুণ খেলেছেন তিনি। ৬০ ইনিংসে তাঁর রান ১৩৮৫। গড় ২৬.১৩।
আভেশ খান: গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ বল করেছিলেন আভেশ। ১৬ ম্যাচে ২৪ উইকেট নেন তিনি। শুধু আইপিএল নয়, ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক ভাবে ভাল বল করছেন আভেশ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও ভারতীয় দলে রয়েছেন তিনি। যদিও এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি এই স্পিনার।
অভিষেক শর্মা: ২০১৮ সালে আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৯ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ছিলেন তিনি। তবে খুব ভাল কিছু করতে পারেননি।
ললিত যাদব: গত মরশুমে দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন ললিত। গত মরশুমে এই অল্রাউন্ডার সাত ম্যাচে ৬৮ রান করার পাশাপাশি ৪ উইকেট নেন।
আইপিএল-এর মেগা নিলামে চেন্নাই সুপার কিংসের টেবিলে বসতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। বিভিন্ন সময় ধোনি তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে থাকেন। এবার চেন্নাই সুপার কিংসেও তাই বেশ কয়েকজন আনক্যাপড ক্রিকেটারকে দেখা জেতে পারে।