মিউজিক ভিডিও ছাড়াও গত কয়েক বছরে অদিতিকে অনেক বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। আইপিএল ২০২২ নিলামে মুম্বই ইন্ডিয়ান্স ১৫.২৫ কোটি টাকায় ইশানকে কিনেছিল। এরপর এমআই ইশানকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করে। এই পোস্টে অদিতি মন্তব্য করেছিলেন, 'গর্বিত এবং খুশি।'
.২৪ বছর বয়সী ইশান কিশানকে প্রায়ই মডেল অদিতি হুন্ডিয়ার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। অদিতি মিস ইন্ডিয়া ২০১৭ এবং মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া ২০১৮-এর ফাইনালিস্ট ছিলেন।
অদিতি ২০১৯ সালে একটি ম্যাচে ইশানের আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সমর্থক হিসেবে খেলা দেখতে আসেন। তারপর থেকেই ইশানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও দু'জনেই তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। তবে ঈশানের প্রতিটি দুর্দান্ত ইনিংসের পরে, অদিতির এমন পোস্ট গোটা ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছে।
১৩১ বলে ২১০ রানের ইনিংস খেলেন ইশান কিষাণ। যার মধ্যে ছিল ২৪টি চার, ১০টি ছক্কা। ১২৬ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ইশান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬০ এর কাছাকাছি। দ্রুততম খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করেন ইশান।
ইশানের একটি ছবি শেয়ার করার সময়, অদিতি একটি হার্ট ইমোজিও রেখেছিলেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, ম্যাচে ব্যাট করছেন ইশান কিশান। তাঁর দুর্দান্ত ব্যাটিং-এ ভর করেই ভারতের রান ৪০০ ছাড়িয়ে যায়।
অদিতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইশানের ছবি শেয়ার করেছেন। অভিনন্দন জানানোর পাশাপাশি অদিতি ইশানের দুটি ছবি শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে।
ওডিআই ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেছেন ভারতের তরুণ ওপেনার। ঈশানের এই ডাবল সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বের কিংবদন্তিসহ ভক্তরাও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন ঈশানের বান্ধবী অদিতি হুন্ডিয়াও।
ভারতীয় দলের (Team India) তারকা উইকেট-রক্ষক ব্যাটসম্যান ইশান কিষান (Isha Kishan) শনিবার বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে ইতিহাস গড়েন। চট্টগ্রামে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন ইশান।