Advertisement

খেলা

IPL 2022: ধোনির মত হেলিকপ্টার শট ইশান কিষাণের, ভাইরাল ভিডিও

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Mar 2022,
  • Updated 10:52 PM IST
  • 1/10

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022), রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে একটি ম্যাচ ছিল। মরশুমের নিজেদের প্রথম ম্যাচেই হারের মুখে পড়তে হল মুম্বইকে। 

  • 2/10

রোহিত শর্মার সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন ইশান

  • 3/10

দিল্লির বিরুদ্ধে দারুণ ইনিংস খেলেছেন ইশান কিষান। 

  • 4/10

ইশান কিষাণ ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন। বিশেষ ব্যাপার হল এই ইনিংসে ইশান কিষাণও হেলিকপ্টার শট মারেন। যা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

  • 5/10

মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের শেষ ওভারে শার্দুল ঠাকুরের বলে হেলিকপ্টার শট খেলেন ইশান কিষাণ। ঈশান কিষানের এই শট বুলেটের মতো বাউন্ডারি পেরিয়ে দল পায় চারটি রান। এই শটের ভিডিও এখন ভাইরাল। 

 

  • 6/10

দিল্লির বিরুদ্ধে ৪৮ বলে ৮১ রানের ইনিংস খেলেছিলেন ইশান কিষাণ, সেই সময় তাঁর ব্যাট থেকে ১১টি চার ও ২টি ছক্কা আসে। ইশান কিষানের স্ট্রাইক রেট ছিল ১৬৮.৭৫। কিন্তু তার ইনিংসও দলকে জেতাতে পারেনি। 

 

  • 7/10

এই ম্যাচে হারের মুখে পড়তে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লি ক্যাপিটালস ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতেছে। শেষ পর্যন্ত দিল্লির হয়ে ললিত যাদব, অক্ষর প্যাটেল একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং ৩০ বলে ৭৫ রান করেন। 

  • 8/10

এই ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ১৭৭ রান করে, শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস জিতেছিল। মুম্বই ইন্ডিয়ান্স ২০১৩ সাল থেকে কোনো মরশুমে তাদের প্রথম ম্যাচে জিততে পারেনি। তবে এই সময়ে তিনি পাঁচবার চ্যাম্পিয়নও হয়েছে।  

  • 9/10

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই জয়ের পর, দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট পেয়েছে, পাশাপাশি এর নেট মূল্যও ০.৯১৪ হয়েছে। মুম্বই  শূন্য পয়েন্ট এবং নেট রান রেট -০.৯১৪।  

  • 10/10

মেগা নিলামে ১৫.২৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন ইশান কিষাণ। প্রথম ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করলেন।

Advertisement
Advertisement