Advertisement

খেলা

Jhulan Goswami record as a bowler in world cup: রেকর্ড গড়লেন ঝুলন, বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপক চাকদহ এক্সপ্রেস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2022,
  • Updated 3:12 PM IST
  • 1/10

বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন বাংলার ঝুলন গোস্বামী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক উইকেট পাওয়ার পর বিশ্বকাপের তৃতীয় ম্যাচে রেকর্ড গড়লেন ঝুলন। 

 

  • 2/10

বিশ্বকাপের আসরে ৪০টি উইকেট নিয়েছেন ঝুলন। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে। ৩৯ টি উইকেট পেয়েছেন ফুলস্টন। তাঁকে টপকে গেলেন ভারতের এই বোলার। 

  • 3/10

ভারতের হয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছেন ঝুলন। ১৯৭টি একদিনের ম্যাচে ২৪৮টি  উইকেট নিয়েছেন তিনি। 

  • 4/10

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানে জিতল ভারতের মেয়েরা। দারুণ সেঞ্চুরি করেছেন ভারতের দুই ব্যাটার স্মৃতি মান্ধানা ও হমনপ্রীত কৌর। 

  • 5/10

 ১১৯ বলে ১২৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার স্মৃতি মান্ধানা। শামিলার বলে ক্যাচ আউট হন তিনি। 

  • 6/10

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মান্ধনার পর সেঞ্চুরি করেছেন হরমনপ্রীত কৌরও। মাত্র ১০০ বলে সেঞ্চুরি করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এটি হরমনের তৃতীয় সেঞ্চুরি। ১০৭ বলে ১০৯ রান করে ফেরেন তিনি। 

  • 7/10

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করে। ওপেনার স্মৃতি মান্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, আর হরমনপ্রীত ১০৭ বলে ১০৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আনিসা মোহাম্মদ ২ উইকেট নেন।

  • 8/10

জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল ৪০.৩ ওভারে মাত্র ১৬২ রান তুলতে পারে। ফলে ১৫৫ রানে জিতে যায় ভারতের মেয়েরা।

  • 9/10

বোলিংয়ে স্নেহ রানা ৩টি ও মেঘনা সিং ২টি উইকেট নেন। তিন ম্যাচে ভারতীয় দলের এটি দ্বিতীয় জয়। এর আগে দুটি ম্যাচে একটিতে জয় ও একটিতে পরাজয় হয়েছে ভারতের। 

  • 10/10

ঝুলন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি উইকেট পেয়্যেছেন। আর সেই উইকেট পেয়েই নতুন রেকর্ড গড়েন বাংলার মেয়ে।

Advertisement
Advertisement