ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মরসুমের মেগা নিলামে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতা উপস্থিত না থাকলেও ভক্তদের চোখ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের কাব্য মারানের দিকে। উপস্থিত শাহরুখ পুত্র আরিয়ানও।
মেগা নিলামের সময় কাব্যকে হায়দ্রাবাদ দলের টেবিলে কোচ ও কর্মীদের সঙ্গে বসে থাকতে দেখা যায়। কাব্য সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মালিক কালানিধি মারানের মেয়ে। তিনি দলের সাথে কৌশলী হিসেবে কাজ করছেন।
কাব্য এবারই প্রথম হাজির হলেন এমনটা নয়। এর আগেও তিনি টুর্নামেন্ট চলাকালীন অনেকবার উপস্থিত হয়েছেন, ম্যাচে তাঁকে উল্লাস করতেও দেখা গিয়েছে। নিলামের সময় কাব্যকে বিড করতে দেখা গিয়েছে।
আইপিএল নিলামে উপস্থিত কাব্যের ছবি ভাইরাল হয়েছে। ভক্তরা নানা মন্তব্য করেছেন। নিলামের আগে প্রীতি জিনতার অনুপস্থিতির খবরে এক নেটিজেন লিখেছেন- 'এবার কাব্য মারানও আসছেন না এমনটা বলবেন না। হার্ট অ্যাটাক হয়ে যাবে কিন্তু।' ছবি শেয়ার করে আরেকজন লিখেছেন- 'কাব্য মারান ফিরে এসেছেন।'
কাব্য চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বি.কম পাশ করেছেন। এরপর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লিওনার্ড অ্যান স্টার্ন স্কুল অফ বিজনেস থেকে এমবিএ করেন। এখন তিনি তাঁর বাবাকে ব্যবসায় সাহায্য করছেন।
কাব্যের বাবা কালানিধি মারান দক্ষিণ ভারতের বড় টিভি নেটওয়ার্ক সান টিভির মালিক। কাব্যের মা কাবেরি মারানও সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত। কাবেরী ভারতের সর্বোচ্চ বেতনভোগী ব্যবসায়ী নারীদের একজন।
কাব্য ১৯৯২ সালের ৬ আগস্ট চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। পড়াশুনার পর কাব্য সান টিভি নেটওয়ার্কে ইন্টার্নশিপ করেন। এরপর তিনি দায়িত্ব নেন। এখন তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম Sun NXT-এর প্রধান।
কাব্য ছাড়াও, বলিউড অভিনেতা এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকেও মেগা নিলামে দেখা গিয়েছে।
শাহরুখ খানের মেয়ে সুহানা খানকেও দেখা গিয়েছে নিলামে। কেকেআর সিইও ভেঙ্কি মাইসোরের পাশে বসে নিলামে অংশ নেন তিনি।
আরিয়ানের পাশে বসে থাকতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী এবং কেকেআর-এর সহ-মালিক জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতাকে।