Advertisement

খেলা

WPL 2023: WPL-এ ধামাকা, পারফর্ম করবেন অভিনেত্রী কিয়ারা-কৃতীরা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Mar 2023,
  • Updated 7:19 PM IST
  • 1/7

৪ মার্চ থেকেই শুরু হতে চলেছে মহিলাদের প্রিমিয়ার লিগে (WPL)। আইপিএল-এর (IPL) মতো ডাব্লিউপিএল-কেও গুরুত্ব দিচ্ছে বিসিসিআই (BCCI)। মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনে ঝাঁ চকচকে ওপেনিং সেরিমনি আয়োজন হবে।
 

  • 2/7

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী (Kiara Advani)। শুধু তিনিই নন, কৃতি স্যাননও (Kriti Sanon) উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। 
 

  • 3/7

মঞ্চে আলোড়ন তুলবেন এপি ধিলোঁ (AP Dhillon)। উদ্বোধনের মঞ্চে মহিলাদের প্রিমিয়ার লিগের অ্যান্থেমও গাইতে পারেন এপি ধিলোঁ। তিনিই লিখেছেন এই গান।
 

  • 4/7

সেইদিনই গানটির আনুষ্ঠানিক রিলিজ হওয়ার কথা। মেয়েদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ হবে গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মধ্যে। 
 

  • 5/7

ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। কিয়ারা তাঁর বেশ কিছু হিট গানে কোমর দোলাবেন। মেয়েদের প্রিমিয়ার লিগে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১১টি ম্যাচ খেলা হবে। ২৩ দিন ধরে লিগের ২০টি ম্যাচ খেলা হবে। এছাড়াও হবে এলিমেনেটর ও ফাইনাল ম্যাচ।      
 

  • 6/7

এবারেই প্রথমবার মেয়েদের প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হতে চলেছে। বেশ কয়েকটি ডাবল হেডার ম্যাচও হবে। অর্থাৎ একই দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। 
 

  • 7/7

আইপিএলের মতোই ম্যাচগুলি দুপুর সাড়ে তিনটে ও সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। লিগ স্টেজের শেষ ম্যাচ ইউপি ওয়ারিয়র্স (UP Worriors) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যে। ফাইনাল ম্যাচ ২৬ মার্চ। 

Advertisement
Advertisement