Advertisement

খেলা

KKR vs RR, IPL 2022: RR-এর বিরুদ্ধে জিততেই হবে KKR-কে, কারা আসতে পারে দলে

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 May 2022,
  • Updated 4:55 PM IST
  • 1/10

টানা পাঁচ ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্লে অফে যেতে হলে জিততে হবে বাকি পাঁচ ম্যাচে।
 

  • 2/10

এই অবস্থাতেই সোমবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি কেকেআর (Kolkata Knight Riders)। এই ম্যাচে জিততেই হবে শ্রেয়াস আইয়ারদের (Shreyash Iyer)।
 

  • 3/10

ফর্মে নেই অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। এবারের আইপিএল-এ একেবারেই ব্যর্থ তিনি। তাঁর জায়গায় ফিরতে পারেন অজিঙ্কা রাহানে।
 

  • 4/10

ওপেনিং সমস্যায় ভুগছে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর শ্রেয়াস স্বীকার করে নেন এই সমস্যার কথা। তবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ এখনও হাতড়ে বেড়াচ্ছে কেকেআর।
 

  • 5/10

তবে ব্যর্থ হলেও হয়ত দলে জায়গা পাবেন ভেঙ্কটেশ আইয়ার। এখনও অবধি নয় ম্যাচে মাত্র ১৩২ রান করেছেন ভারতীয় এই ওপেনার। 
 

  • 6/10

দলের ব্যাটিং, বোলিং উভয় বিভাগকেই শক্তিশালী করতে দলে আসতে পারেন আফগান অলরাউন্ডার মহম্মদ নবি। এখনও অবধি কেকেআর-এর হয়ে অভিষেক হয়নি নবির। 
 

  • 7/10

এখনও অবধি পাঁচ ম্যাচ বাকি রয়েছে কেকেআর-এর। এখান থেকে অন্তত চারট ম্যাচ জিততেই হবে তাদের।
 

  • 8/10

গত মরশুমেও প্রথম পর্বে সমস্যায় পড়েছিল কলকাতা। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে দ্বিতীয় পর্বে জ্বলে ওঠে শাহরুখ খানের (Shahrukh Khan) দল। 

  • 9/10

প্লে অফের পঅর ফাইনালে গেলেও ২০২১ আইপিএল-এ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়। 
 

  • 10/10

এখনও অবধি দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। 
 

Advertisement
Advertisement