টানা পাঁচ ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্লে অফে যেতে হলে জিততে হবে বাকি পাঁচ ম্যাচে।
এই অবস্থাতেই সোমবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি কেকেআর (Kolkata Knight Riders)। এই ম্যাচে জিততেই হবে শ্রেয়াস আইয়ারদের (Shreyash Iyer)।
ফর্মে নেই অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। এবারের আইপিএল-এ একেবারেই ব্যর্থ তিনি। তাঁর জায়গায় ফিরতে পারেন অজিঙ্কা রাহানে।
ওপেনিং সমস্যায় ভুগছে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর শ্রেয়াস স্বীকার করে নেন এই সমস্যার কথা। তবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ এখনও হাতড়ে বেড়াচ্ছে কেকেআর।
তবে ব্যর্থ হলেও হয়ত দলে জায়গা পাবেন ভেঙ্কটেশ আইয়ার। এখনও অবধি নয় ম্যাচে মাত্র ১৩২ রান করেছেন ভারতীয় এই ওপেনার।
দলের ব্যাটিং, বোলিং উভয় বিভাগকেই শক্তিশালী করতে দলে আসতে পারেন আফগান অলরাউন্ডার মহম্মদ নবি। এখনও অবধি কেকেআর-এর হয়ে অভিষেক হয়নি নবির।
এখনও অবধি পাঁচ ম্যাচ বাকি রয়েছে কেকেআর-এর। এখান থেকে অন্তত চারট ম্যাচ জিততেই হবে তাদের।
গত মরশুমেও প্রথম পর্বে সমস্যায় পড়েছিল কলকাতা। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে দ্বিতীয় পর্বে জ্বলে ওঠে শাহরুখ খানের (Shahrukh Khan) দল।
প্লে অফের পঅর ফাইনালে গেলেও ২০২১ আইপিএল-এ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়।
এখনও অবধি দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা।