প্লে অফের আশা টিকিয়ে রাখতে হলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ম্যাচে জিততেই হত কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)।
সোমবার রাতে সেটাই করে দেখালেন শ্রেয়াস আইয়াররা। রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়ে দিয়েছে দুইবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়নরা।
সাত নম্বরে থাকা কলকাতার পয়েন্ট এখন ১০। হাতে রয়েছে আরও দুটি ম্যাচ। শনিবার কলকাতার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
গ্রুপ পর্যায়ে কেকেআর-এর শেষ খেলা লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে। এই দুই ম্যাচ জিততে পারলে কলকাতার পয়েন্ট দাঁড়াবে ১৪-তে।
১১ ম্যাচ খেলে ১০ পয়েন্টে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও হায়দরাবাদ। তিন নম্বরে থাকা রাজস্থান রয়্যালস রয়েছে তিন নম্বরে। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে।
আরসিবি ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে। আবার ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ আট নম্বরে রয়েছে পঞ্জাব কিংসও।
এই পরিস্থিতিতে ১০ দলের মধ্যে তৃতীয় ও চতুর্থ হয়ে প্লে অফে ওঠার চেষ্টা করছে ছয়টি দল। তার কারণ, ধরে নেওয়া যায়, গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়েন্টস প্লে অফে তাদের জায়গা পাকা করেছে।
দুই নবাগত দল গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়েন্টস ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট সমান। দুই দলই ১৬ পয়েন্টে রয়েছে।
অন্যদিকে আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস কার্যত বিদায় নিয়েছে প্লে অফের লড়াই থেকে।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস টেবিলের একেবারে শেষ দুটি দল। দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে। চেন্নাইয়ের পয়েন্ট ৮ আর মুম্বইয়ের পয়েন্ট মাত্র ৪।