Advertisement

খেলা

Lionel Messi: মেসি বিশ্বকাপ-স্বপ্ন দেখেছিলেন, কাতার বিশ্ববিদ্যালয়ের সেই ঘর চিরতরে 'বন্ধ'

Aajtak Bangla
  • 29 Dec 2022,
  • Updated 12:06 PM IST
  • 1/8

Lionel Messi World Cup: অবশেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হল কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi)। তাঁর  নেতৃত্বে আর্জেন্টিনাকে (Atgentina) ২০২২ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। 
 

  • 2/8

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মেসির দল কাতারে কোনো হোটেলে নয়, উঠেছিল কাতার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। এই হোস্টেল রুমে মেসির দল বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে। পরে তা পূরণও করে ইতিহাস গড়ে। 
 

  • 3/8

তবে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে কাতার বিশ্ববিদ্যালয়। মেসির দল যে ঘরে থেকে বিশ্বকাপ খেলেছে সেটাকে জাদুঘর করার ঘোষণা দিয়েছেন তিনি। এখন মেসির দলের পর আর কেউ ওই ঘরে থাকতে পারবে না। 
 

  • 4/8

এই জাদুঘরটি শুধুমাত্র দর্শনার্থীদের জন্য খোলা হবে। মেসি ও তাঁর আর্জেন্টিনা দলের ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে কাতার বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে বাকি তরুণরাও এ থেকে শিক্ষা নিতে পারবে এবং মেসির জীরন থেকে শিক্ষা নিতে পারবে।
 

  • 5/8

কাতার ইউনিভার্সিটির পিআর ডিরেক্টর হিটমি আল হিটমি বলেন, 'মেসির দল যেখানে থেকেছে সেই পুরো এলাকাটিকে একটি জাদুঘর করা হবে। খেলোয়াড়রা যেভাবে থাকতেন সেভাবেই রেখে দেওয়া হবে। কোনও পরিবর্তন করা হবে না।
 

  • 6/8

প্রথমবারের মতো উপসাগরীয় দেশে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এই ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসির আর্জেন্টিনা দল। 
 

  • 7/8

লিওনেল মেসি পুরো টুর্নামেন্টে মোট ৭টি গোল করেছেন। যেখানে ফাইনালে দুটি গোল করেন তিনি। তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এছাড়াও আর্জেন্টিনা তিনবার (১৯৩০, ১৯৯০, ২০১৪) রানার্স হয়েছিল। 
 

  • 8/8

ছবি- ট্যুইটার ও ইনস্টাগ্রাম

Advertisement
Advertisement