প্রিমিয়ার লিগের পর FA কাপেও চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার এফএ কাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারায় পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মাথায় ইলকাই গিনদোয়ানের চমৎকার গোলে এগিয়ে যায় সিটি। পাল্টা আক্রমণে বেশ চ্যালেঞ্জ জানাল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষকে আটকানোর জন্য তা যথেষ্ট হলো না।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার ফাইনালে ২-১ গোলে জিতেছে সিটি।দুর্দান্ত জয়ে এফএ কাপ জিতল পেপ গুয়ার্দিওলার দল। জোড়া গোল করে তাদের জয়ের নায়ক গিনদোয়ান। মাঝে ইউনাইটেডের একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফের্নান্দেস।
এফএ কাপে এই নিয়ে সপ্তমবার চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি আগেই লিগ জিতেছিল। সামনেই তাদের সামনে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি, ট্রেবল জিতে নতুন ইতিহাস গড়ারও।
কেউ কিছু বুঝে ওঠার আগেই অসাধারণ নৈপুণ্যে ইউনাইটেড শিবিরে ওই আঘাত হানেন গিনদোয়ান। গোলরক্ষক স্টেফান ওর্টেগার লম্বা করে বাড়ানো বল দুই সতীর্থ ঘুরে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে পেয়ে দুর্দান্ত ভলিতে এফএ কাপ ফাইনালের দ্রুততম গোলটি করেন তিনি।
ভেঙে দেন ১৪ বছর আগের লুইস সাহার রেকর্ড। ২০০৯ এফএ কাপ ফাইনালে চেলসির বিপক্ষে ম্যাচ শুরুর ২৫ সেকেন্ডে গোলটি করেছিলেন এভারটনের ফরাসি স্ট্রাইকার। ম্যাচটি অবশ্য ২-১ ব্যবধানে হেরে যায় তার দল।
অধিকাংশ সময় বল দখলে রেখে শুরু থেকে আক্রমণেও আধিপত্য করে সিটি। আসতে থাকে একের পর এক সুযোগও। ২৮তম মিনিটে কেভিন ডে ব্রুইনের শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপরই ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়ে যায় ইউনাইটেড। তাদের পাল্টা আক্রমণে সিটির বক্সে জ্যাক গ্রিলিশের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে সমতা টানেন ফের্নান্দেস।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আবারও গিনদোয়ানের নৈপুণ্যে এগিয়ে যায় সিটি। ডান দিক থেকে ডে ব্রুইনের ফ্রি কিকে বল বক্সের বাইরে পেয়ে শট নেন জার্মান মিডফিল্ডার। বাঁ পায়ের শটে যথেষ্ট জোর ছিল না, কিন্তু ঠিকই দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে তা ঠিকানা খুঁজে নেয়। যথেষ্ট ক্ষিপ্র হতে না পারার দায় আছে গোলক্ষক দে হেয়ারও।
আগামী ১০ জুন ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে গুয়ার্দিওলার দল।