Advertisement

খেলা

বিরাটকে দেখেই ভয়ে কাঁপছে গোটা ইংল্যান্ড! মইন আলি বললেন এমন কথা...

Aajtak Bangla
  • 31 Jan 2021,
  • Updated 3:24 PM IST
  • 1/4

বিরাট কোহলির হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে, সেই রাস্তাটা এখনও খুঁজে পায়নি ইংল্যান্ড ক্রিকেট দল। অন্তত এমন কথা বললেন ইংরেজ অলরাউন্ডার মইন আলি। তাঁর কথায়, বিরাট যেহেতু গোটা অস্ট্রেলিয়া সিরিজ়টা খেলতে পারেনি, তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ও ভালো খেলার জন্য মুখিয়ে থাকবে। 

  • 2/4

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নিজের প্রথম সন্তানের জন্মের কারণে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার পরেই তিনি দেশে ফিরে এসেছিলেন। আগামী ৫ তারিখ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট। একটি ভিডিও কনফারেন্সে মইন আলি বলেন, "আমরা ওকে কীভাবে আউট করব? একথা নিশ্চিতভাবে বলা যায় যে ও একজন অসাধারণ ক্রিকেটার। বিশ্বসেরা ব্যাটসম্যান। ও সবসময় ভালো খেলার জন্য একেবারে মুখিয়ে থাকে। আমি এটা বিশ্বাস করি যে অস্ট্রেলিয়ায় ভারতীয় ক্রিকেট দলের ভালো পারফরম্যান্সের পর বিরাট আরও উজ্জ্বীবিত থাকবেন, কারণ মেয়ের জন্মের কারণে তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিল।"

  • 3/4

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, "ওকে কীভাবে আউট করা যাবে, সেই রাস্তাটা আমরা এখনও খুঁজে বের করতে পারিনি। কারণ আমার মনে হয় না যে ওর ব্যাটিংয়ে কোনও খামতি আছে। তবে আমাদের বোলিং আক্রমণও যথেষ্ট ভালো। আমাদের দলে যথেষ্ট ভালো বোলারও রয়েছে। বিরাট একজন খুব বড় মনের মানুষ আর আমার খুব ভালো বন্ধু। তবে ক্রিকেট নিয়ে আমাদের মধ্যে খুব একটা বেশি কথা হয় না।"

  • 4/4

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মইন আলি। সেই বিষয়ে তিনি বললেন যে এখনও তিনি ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে পারবেন। সেইসঙ্গে ভারতের চ্যালেঞ্জ নিতেও তিনি একেবারে প্রস্তুত। টেস্ট সিরিজ় ছাড়া ভারতের মাটিতে ইংল্যান্ড তিনটে একদিনের ম্যাচ এবং পাঁচটা টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

Advertisement
Advertisement