আইপিএল-এ ছ'জন বাংলা দলের ক্রিকেটার খেলছেন। মেগা নিলামে অংশ নিয়েছিলেন ১৪ জন ক্রিকেটার।
এবারের আইপিএল-এ বেশ সুনামের সঙ্গে খেলছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গুজরাত টাইটান্স (Gujarat Titans) দলের সদস্য শামি। ন'টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন শামি।
দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচে ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন শামি। কলকাতার বিরুদ্ধে ২০ রানে দুই উইকেট পান বাংলার এই পেসার।
ছন্দে রয়েছেন ঋদ্ধিমান সাহাও (Wriddhiman Saha)। তিনিও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলে রয়েছেন। চার ম্যাচে ১৩৩রান করেছেন ঋদ্ধি। গড় ৩৩.২৫।
এর মধ্যে একটি ৬৮ রানের ইনিংসও রয়েছে। মাত্র ৩৮ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। নিজের পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে এই কীর্তি গড়েন তিনি।
ঋদ্ধির ৬৮ রানের ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। তবে তার আগের পাঁচ ম্যাচে সুযোগ পাননি তিনি।
ভাল ব্যাট করছেন বাংলার আরেক ক্রিকেটার শাহবাজ আহমেদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে রয়েছেন এই অলরাউন্ডার। ১০ ম্যাচে ১৯৭ রান রয়েছে তাঁর। গড় ৩২.৮৩। সর্বোচ্চ রান ৪৫।
তবে বোলার হিসেবে খুব ভাল পারফর্ম করতে পারেননি শাহাবাজ। ১০ ম্যাচে মাত্র ২টি উইকেট পেয়েছেন বাংলার এই অলরাউন্ডার।
বাংলার আকাশ দীপও ভাল খেলছেন। তিনিও আরসিবি দলে রয়েছেন। পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি পেয়েছেন পাঁচটি উইকেট।
তবে এখনও একটাও ম্যাচে নামার সুযোগ পাননি বাংলার আরও দুই ক্রিকেটার ইশান পোড়েল ও ঋত্বিক চট্টোপাধ্যায়। দুই জনেই আবার পঞ্জাব কিংস দলের সদস্য।