Advertisement

খেলা

Mohun Bagan Day: চন্দ্রবিন্দুর গান-প্রীতি ম্যাচ, মোহনবাগান দিবসে এলাহি আয়োজন, কী কী চমক?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jul 2022,
  • Updated 9:49 AM IST
  • 1/9

গত দুই বছর করোনার জন্য বড় করে মোহনবাগান দিবস আয়োজন করতে পারেননি কর্তারা। তবে এবার করোনার প্রভাব অনেকটাই কমে গিয়েছে। তাই মোহনবাগান দিবসের দিনে একেবারে পুরনো মেজাজে সবুজ-মেরুন তাঁবু। 
 

  • 2/9

গোষ্ঠ পাল সরনীর ক্লাবে সাজো সাজো রব। আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্লাব চত্বরকে।
 

  • 3/9

১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে ঐতিহাসিক আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। আর তার পর থেকেই এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয়।  
 

  • 4/9

আজ দুপুর দেড়টায় শুরু অনুষ্ঠান। গোষ্ঠ পালের মূর্তিতে মালা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। 
 

  • 5/9

এরপর রয়েছে একটি প্রীতি ম্যাচ। প্রাক্তন ফুটবলারদের দুই ভাগে ভাগ করে হবে এই ম্যাচ। আবহাওয়ার পরিস্থিতি বুঝে ২০ মিনিট করে দুই অর্ধে ম্যাচ খেলতে পারেন প্রাক্তনরা।
 

  • 6/9

দুই দলের নাম দেওয়া হয়েছে অমর একাদশের দুই ফুটবলারের নামে। শিবদাস ভাদুড়ি একাদশ ও বিজয়দাস ভাদুড়ি একাদশ। এই দুই দলে ভাগ হয়ে প্রাক্তন ফুটবলাররা প্রীতি ম্যাচে অংশ নেবেন।
 

  • 7/9

বিকেল পাঁচটায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়।
 

  • 8/9

এরপরে সন্ধ্যা সাড়ে ছ'টায় হবে পুরস্কার বিতরনী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন পাবেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। এছাড়াও পুরস্কার দেওয়া হবে কিয়ান নাসিরি, লিস্টন কোলাসোদের।
 

  • 9/9

এরপর মোহনবাগান দিবসের মঞ্চে পারফর্ম করবে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু। ছবি-ফেসবুক  

Advertisement
Advertisement