Advertisement

খেলা

Olympic : শিলিগুড়িতে অলিম্পিক জ্বর, চালু হল সেলফি জোন

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 23 Jul 2021,
  • Updated 11:48 PM IST
  • 1/14

খেলাধুলায় দেশের মধ্য়ে সর্বদা ছোট শহরের মধ্যে অগ্রণী শিলিগুড়ি। তাতে উৎসাহ দিতে এগিয়ে এল শিলিগুড়ি। 

  • 2/14

যুব সমাজকে অলিম্পিকের প্রতি আকর্ষিত করতে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান এর সামনে সেলফি জোন তৈরি করল শিলিগুড়ি পুরনিগম।

  • 3/14

টোকিও অলিম্পিক ২০২১ সেলফি জোনের সূচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় ক্রিকেট তারকা রিচা ঘোষকে।

  • 4/14

শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে শুক্রবার এই সেলফি জোনের উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের  প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব।

  • 5/14

তবে খেলার মঞ্চ পুরোটাই জাতীয় তারকাকে ছেড়ে দিলে শোভন হত বলে উপস্থিত অনেকে দাবি করেছেন। যদিও সে দাবি খুব একটা গুরুত্ব পায়নি।

  • 6/14

তবে রিচা ঘোষের মতো তারকার উপস্থিতি সাধারণ অনুষ্ঠানকে আলাদা মাত্রায় নিয়ে যায়। তার মধ্য়ে ইংল্যান্ড থেকে সাফল্য অর্জন করে ফিরেছেন তিনি।

  • 7/14

এদিন ওই অনুষ্ঠানে অবশ্য ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলক চক্রবর্তী সহ অন্যান্যরা।

  • 8/14

প্রসঙ্গত, টোকিও অলিম্পিকের জাতীয় দলে অংশগ্রহণ করছে ৪ বাঙালি খেলোয়াড়। তাঁদের বিশেষ শুভেচ্ছা জানানো হয় শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীদের পক্ষ থেকে। 

  • 9/14

পাশাপাশি জাতীয় দলের তরফে যত বেশি সংখ্যক সম্ভব পদক আনার জন্য প্রার্থনাও করা হয় এদিন। তারপর প্রথম সেলফি নেন রিচা।

  • 10/14

রিচার ক্যামেরায় বন্দি হন গৌতম দেব, রঞ্জন সরকার সহ পুর প্রশাসকরা। তবে রিচা ছাড়া এদিন শহরের অন্য খেলোয়াড়দের অবশ্য দেখা যায়নি অনুষ্ঠানে।

  • 11/14

সব মিলিয়ে অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রশাসক বোর্ডের সদস্যরা।

  • 12/14

করোনার আতঙ্কের মধ্যে তরুণ প্রজন্মকে সাময়িক খুশি দিতে এই সেলফি জোনের উদ্যোগ নেয় শিলিগুড়ি পুরনিগম।

  • 13/14

ভারতীয় দলের হয়ে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন খেলোয়াড় রিচা ঘোষও।

  • 14/14

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, শিলিগুড়ি খেলার শহর। অলিম্পিকে ভারতীয় দল এবার খুব ভালো করবে এই আশা রাখছি । অলিম্পিক যতদিন চলবে থাকবে ততদিন এই সেলফি জোন থাকবে ।
 

Advertisement
Advertisement