Advertisement

খেলা

ATK Mohun Bagan: পল পোগবার দাদাকে সই করাল ATK মোহনবাগান, কে এই ফ্লোরেন্তিন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jun 2022,
  • Updated 12:12 PM IST
  • 1/10

ভারতীয় ফুটবলে আলোড়ন ফেলে দিয়েছে এটিকে মোহনবাগান। বিখ্যাত ফুটবলার পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবার সঙ্গে চুক্তি করেছে তারা। 

 

 

  • 2/10

পোগবার মত বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা না থাকলেও ইউরোপে দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে ফুটবল খেলছেন ফ্লোরেন্তিন। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্পেনের ক্লাব সেল্টা ভিগোর অ্যাকাডেমির হয়ে নিজের কেরিয়ার শুরু করেন।

  • 3/10

সেল্টা ভিগোর সিনিয়র দলেও খেলেছেন ফ্লোরেন্তিন। এরপরে ফ্লান্সের ক্লাব সা এতিয়েনের হয়ে খেলেছেন তিনি।

  • 4/10

তুরস্কে চলে যান ফ্লোরেন্তিন। সেখান থেকে আমেরিকায় যান মেজর লিগ সকারে খেলতে। গত দুই মরশুম স্পেনের ক্লাব শেসাক্স মবেলিয়ার্ড-এর হয়ে খেলছিলেন ফ্লোরেন্তিন।

  • 5/10

পোগবার দুই দাদাও পেশাদার ফুটবলার। ফ্লোরেন্তিনের যমজ ভাই ম্যাথিয়াসও ইউরোপের বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন। স্পেন ও ইংল্যান্ডের একাধিক ক্লাবে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

  • 6/10

ভাই পল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেললেও ফ্লোরেন্তিনের পছন্দের ক্লাব আর্সেনাল। তবে ইংল্যান্ডের এই ক্লাবে খেলার সুযোগ হয়নি তাঁর। বেশ কয়েকবার ইংল্যান্ডের নানা ক্লাবে খেলার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।

  • 7/10

সবচেয়ে মজার বিষয় হল, তিন ভাই খেলেন তিন পজিশনে। পোগবা মিডফিল্ডে, ম্যাথিয়াস খেলেন স্ট্রাইকার হিসেবে আর এটিকে মোহনবাগানে যোগ দেওয়া ফ্লোরেন্তিনের জায়গা ডিফেন্সে। 

  • 8/10

ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছিলেন ফ্লোরেন্তিন। তবে এখন গিনির সিনিয়র দলে খেলেন তিনি। ২০১৩ সাল থেকেই আফ্রিকার এই দেশের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে।

  • 9/10

মাঝে কিছু দিনের জন্য গিনির সিনিয়র দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ফের ফিরে আসেন দলে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ও আফ্রিকান নেশনস কাপে দেশের হয়ে খেলেছেন তিনি।

  • 10/10

এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার জন্য ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন পল পোগবাও। 

Advertisement
Advertisement