Advertisement

খেলা

Pele: অভিধানে চলে এলেন ফুটবলার 'পেলে', অর্থ জানলে চমকে যাবেন

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Apr 2023,
  • Updated 7:53 PM IST
  • 1/7

ফুটবল সম্রাট প্রয়াত হয়েছিলেন বিশ্বকাপ চলাকালীন। এবার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের (Pele) মুকুটে যোগ হল আরও একটা নতুন পালক। বিশেষ সম্মান দেওয়া হল বিশ্ব ফুটবলের কিংবদন্তিকে। 
 

  • 2/7

তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির নাম এখন থেকে ঠাঁই পেল পর্তুগিজ অভিধানে। 
 

  • 3/7

সেখানে পেলে শব্দের অর্থ হিসেবে লেখা রয়েছে ব্যতিক্রমী, অনন্য ও অতুলনীয়। পেলের নাম ডিকশনারিতে অন্তর্ভুক্ত করার জন্য তাঁর মৃত্যুর পর থেকেই দাবি উঠেছিল। 
 

  • 4/7

জানা যাচ্ছে, প্রায় ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষ এই আবেদনে সই করেছিলেন। এবার সেই আবেদনেই সাড়া দিল মিশেলিস অভিধান। 
 

  • 5/7

৮২ বছর বয়সে প্রয়াত হন পেলে। ডিকশনারিতে পেলে নামের পাশে মুখবন্ধতে লেখা হয়েছে, ‘‘এমন একজন, যিনি অসাধারণ। নিজের গুণের জন্য বাকিদের ধরাছোঁয়ার বাইরে। 
 

  • 6/7

কারও সঙ্গে যাঁর তুলনা হয় না। তাই এডসন আরান্তেজ ডো নাসিমেন্টো, যিনি পেলে নামে গোটা বিশ্বজুড়ে পরিচিত। সর্বকালের সেরা ক্রীড়াবিদ। পেলে নামের অর্থ ব্যতিক্রমী, অনন্য ও অতুলনীয়। 
 

  • 7/7

উদাহরণ হিসাবে বলা হয়েছে, এবার থেকে শ্রেষ্ঠদের বলা হবে, তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসের পেলে, তিনি ব্রাজিলিয়ান থিয়েটারের পেলে বা তিনি চিকিৎসার পেলে। কিংবা ফুটবলার পেলে।
 

Advertisement
Advertisement