দিন যত এগোচ্ছে, ততই ফ্রি এজেন্ট হওয়ার পথে এগিয়ে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। চলতি মরশুমের শেষেই প্যারিস সাঁ জাঁ-র (PSG) সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির।
জানা যাচ্ছে, মেসির সঙ্গে আর নতুন করে চুক্তি করা বা চুক্তির মেয়াদ বাড়াতে চায় না PSG।
সেক্ষেত্রে এখন প্রশ্ন উঠছে, মেসির পরবর্তী গন্তব্য কোথায় হতে চলেছে।
কখনও সৌদি আরবের আল–হিলাল, কখনও এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামি, কখনও আবার বার্সেলোনা কিংবা নিউয়েলস ওল্ড বয়েজকে জড়িয়ে সামনে আসছে মেসির নাম।
মেসির বাবা হোর্হে মেসি সম্প্রতি গুজব রুখতে ইস্টায় পোস্টও করেছেন।
মেসি সম্পর্কিত কয়েকটি খবরকে মিথ্যা বলে মন্তব্য করেছেন হোর্হে মেসি।
তবে মেসির বার্সেলোনাতেই ফেরা নিয়ে আলোচনা জোরাল। কারণ, পিএসজি মেসির সঙ্গে আবার চুক্তি করবে কিনা, তা নিশ্চিত নয়। একথা জানিয়েছেন পিএসজি-র এক কর্মকর্তাই।
বস্তুত, পিএসজি-তে তীব্র সমালোচনার মুখে মেসির পারফর্ম্যান্স। লিগে হারের জন্য বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা তারকাকেই টার্গেট করছে পিএসজি সমর্থকরা। সমর্থকদের একাংশ মেসির সঙ্গে চুক্তি ইতি করার পক্ষেও সওয়াল করছে।
২০২১ সালে দল বদলে বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন মেসি। চোখের জলে বিদায় নেওয়ার সময় মেসি বলেছিলেন, 'আমি আবার ফিরে আসব।'