ভারত ও ইংল্যান্ডের মধ্যে এজবাস্টন টেস্টে শোচনীয় পরাজয়ের মুখে পড়েছে টিম ইন্ডিয়া। এর ফলে পাঁচ টেস্ট ম্যাচের এই সিরিজ জয়ের স্বপ্নও ভেঙে গেল টিম ইন্ডিয়ার। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ ম্যাচ হেরে সিরিজ ড্র করেছে ভারত।
গত বছর খেলা চারটি ম্যাচে এবং এই শেষ ম্যাচে টিম ইন্ডিয়াতে অনেক পরিবর্তন এসেছে। অধিনায়ক ও কোচ দু'জনেই বদলেছেন। এবার দলটি এজবাস্টন টেস্ট ম্যাচ খেলে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক জসপ্রীত বুমরার নেতৃত্বে। এই ম্যাচে সাত উইকেটে পরাজিত হয় তারা।
রাহুল দ্রাবিড়ের কোচ হওয়ার পর রেকর্ডের দিকে দেখলে দেখা যাবে, তাঁর কোচিংয়ে বারবার ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকা সফরই হোক বা নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলা সিরিজ আর এখন এজবাস্টন টেস্টেও তাই হয়েছে।
এরপর একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ায় নানা প্রশ্ন উঠেছে। টিম ইন্ডিয়া এখানে শেষ একটি উইকেট নিতে পারেননি। কানপুরে অনুষ্ঠিত ম্যাচে আবারও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।
এই বছরের শুরুতে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে, প্রথম ম্যাচে জিতে টিম ইন্ডিয়া লিড নেয়। কিন্তু এর পর ভারত টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে তারা।
এবার ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টেও একই ঘটনা ঘটল। প্রথম তিনদিন ভারতীয় দল এগিয়ে থাকলেও শেষ দু'দিনে ম্যাচ পুরোটাই ঘুরে যায়। আর ইংল্যান্ড এই রেকর্ড রান তাড়া করে ম্যাচ জিতে সিরিজে হার এড়ায়।
এমন পরিস্থিতিতে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের কৌশল কাজ করছে না কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ রবি শাস্ত্রীর নেতৃত্বে ভারত টেস্ট ক্রিকেটে দারুণ পারফর্ম করে।
রবি শাস্ত্রীর ভারত ধারাবাহিক ভাবে বিশ্ব ক্রিকেটে নিজের আধিপত্য বজায় রেখেছে। কিন্তু রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর দলের কৌশল বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে।
কারণ কোচের পাশাপাশি বদলেছে অধিনায়কও। রাহুল দ্রাবিড়ের এখনও একজন স্থায়ী অধিনায়কের সঙ্গে কাজ করার সুযোগ পাননি। কোচের পদে আসার পর, রাহুল দ্রাবিড় টেস্ট ক্রিকেটে রোহিত শর্মা, কেএল রাহুল, জাসপ্রীত বুমরা, অজিঙ্কা রাহানের সঙ্গে কাজ করেছেন।