শিলিগুড়ি শহরের গর্ব, ভারতের জাতীয় দলের ক্রিকেটার রিচা ঘোষকে বিশেষ সম্মান জানালো শিলিগুড়ি রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশন।
রবিবার সকালে তাঁর হাতে সংস্থার লোগো সম্বলিত রেফারি-আম্পায়ারদের ট্র্যাকস্যুট তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। রিচাই প্রথম যাঁকে এভাবে সদস্য না হওয়া সত্ত্বেও লোগো সম্বলিত ট্র্যাকস্যুট তুলে দেওয়া হয়।
এদিনই ওয়ান সিরিজের জন্য রিচা জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দর থেকে বিমান ধরতে রওনা হয়ে যান।
এদিন তাঁকে সম্মান জানাতে সংস্থার তরফে গাড়িতে তাঁকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়। এদিন সকালে তাঁকে বাড়ি থেকে বের হওয়ার সময়ই ফুলের স্তবক, মিষ্টি এবং ট্র্যাকস্যুট তুলে দেওয়া হয়।
রিচাও এমন অভাবনীয় ও চটজলদি সংবর্ধনাতে খুশি। সংস্থার সহকারী-সচিব রানা দেসরকার জানিয়েছেন, রিচাকে ছোট থেকে বড় হতে দেখেছি আমরা। তাই রিচা যখন সাফল্যের দিকে এগিয়ে চলেছে, আমরা তাঁর আরও বৃহত্তর সাফল্য কামনা করে ছোট্ট সম্মান জানালাম।
প্রসঙ্গত রিচার বাবা মানবেন্দ্রবাবু নিজেও প্রাক্তন ক্রিকেটার এবং শিলিগুড়ি রেফারি ও আম্পায়ার সংস্থার সক্রিয় সদস্য। তিনি সিএবি প্যানেলভুক্ত আম্পায়ারও।