Advertisement

খেলা

Roger Federer: দীপিকার সঙ্গে নাচ-গাভাস্করের সঙ্গে টেনিস-মোগলাই খানা, ফেডেরারের ভারত-প্রেম

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2022,
  • Updated 12:15 PM IST
  • 1/7

Roger Federer Retirement: বৃহস্পতিবার টেনিস বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রজার ফেডেরার (Roger Federer) অবসর ঘোষণা করেছেন। ৪১ বছর বয়সী এই তারকা টেনিস খেলোয়াড় আগামী সপ্তাহে লন্ডনে ল্যাভার কাপে শেষবার খেলতে নামবেন। 

  • 2/7

রজার ফেডেরার এ পর্যন্ত তিনবার ভারতে এসেছেন। ২০০৬ সালে প্রথমবার ফেডেরার ভারতে আসেন। তারপরে ২০১৪ এবং ২০১৫ সালে, ফেডেরার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ (ITPL) খেলার জন্য ভারতে আসেন। ২০১৪ সালে আইটিপিএল-এ, সুনীল গাভাস্কার, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) , আমির খান, অমিতাভ বচ্চন, সানিয়া মির্জা, অক্ষয় কুমারের মত তারকাদের সঙ্গে দেখা করেন রজার ফেডেরার।
 

  • 3/7

বলিউড নায়িকা দীপিকা পড়ুকোনের সঙ্গে নাচতেও দেখা যায় ফেডেরারকে। সঙ্গে ছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও। ১৯৭৮ সালের সুপারহিট ছবি ডনের সুপার হিট গান 'খাইকে পান বানারসওয়ালার' সুরে নাচতে দেখা যায় তিন তারকাকে। 
 

  • 4/7

২০১৪ সালের সফরে ভারতীয় খাবার দারুনভাবে উপভোগ করেন ফেডেরার। পাঁচতারা হোটেলে কুলফি, ফিরনি, গুলাব জামুন, ডাল বুখরা, মুর্গ মালাই কাবাব, শিক কাবাব, তন্দুরি গোবি, তন্দুরি আলু এবং নান বুখারি খান তিনি। 
 

  • 5/7

দীপিকা পাড়ুকোন আবার ফেডেরার দারুণ ভক্ত। এক সাক্ষাৎকারে বলেন, ফেডেরারকে পেলে রনবীর সিংকেও ছাড়তে রাজি তিনি। তবে শুধু ফেডেরার নয়, আরেক তারকা টেনিস প্লেয়ার রাফায়েল নাদালকেও দারুণ পছন্দ করেন দীপিকা।
 

  • 6/7

২০১৫ সালে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল দু'জনের। নাদাল সেই সময় দীপিকার সঙ্গে নিজের একটি ছবি টুইটারে শেয়ার করে লিখেছিলেন, "দিল্লিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে।"  
 

  • 7/7

ফেডেরার তাঁর কেরিয়ারে ৮টি উইম্বলডন, ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ৫টি ইউএস ওপেন এবং ১টি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। এছাড়া অলিম্পিকে একটি সোনা ও একটি রুপোর পদকও জিতেছেন তিনি।  
 

Advertisement
Advertisement