Advertisement

খেলা

Rohit Sharma Birthday: রোহিত শর্মার জন্মদিনে তাঁর সেরা পাঁচ রেকর্ড, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2022,
  • Updated 6:09 PM IST
  • 1/10

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) জন্মদিন আজ। ১৯৮৭ সালে আজকের দিনের জন্মেছিলেন 'হিটম্যান'। ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক রেকর্ড রয়েছে তাঁর নামে। 
 

  • 2/10

২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয়েছিল রোহিতের।
 

  • 3/10

তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পান রোহিত।
 

  • 4/10

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছিল রোহিতকে। তারপর তিনিই ভারতের নির্ভরযোগ্য ওপেনার হয়ে ওঠেন।
 

  • 5/10

এবছরের আইপিএল-এ একেবারেই ছন্দে নেই রোহিত। তবে, ফর্ম ফিরে পেলে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। 
 

  • 6/10

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ২৬৮ রান করেছিলেন তিনি। এটাই একদিনের ক্রিকেটে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক স্কোর। ৩৩টি বাউন্ডারি ও ৯টি ছক্কায় সাজান ছিল তাঁর ইনিংস।
 

  • 7/10

টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করেছেন রোহিত। ৯৬টি ম্যাচে ৪টি শতরান রয়েছে তাঁর। কেএল রাহুলের রয়েছে দুটি শতরান।
 

  • 8/10

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে রোহিতের। ৩টি দ্বিশতরান করে ফেলেছেন তিনি। ২০১৩ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ করেন তিনি। বাকি দুটি এসেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে।
 

  • 9/10

সবচেয়ে বেশি আইপিএল ট্রফি জেতার রেকর্ড রয়েছে রোহিতের। তাঁর অধিনায়কত্বেই পাঁচবার ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ডেকান চার্জারসের জয়ী দলেরও সদস্য ছিলেন রোহিত। 
 

  • 10/10

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তাঁর। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন তিনি।  
 

Advertisement
Advertisement