Advertisement

খেলা

Team India: সচিন-রোহিত-শেহওয়াগের সঙ্গে এক আসনে ইশান, স্বপ্ন দেখাচ্ছেন দেশবাসীকে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2022,
  • Updated 5:48 PM IST
  • 1/7

বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) চট্টোগ্রামে ২১০ রানের বড় ইনিংস খেলেন ওপেনার ইশান কিশান (Ishan Kishan)। মাত্র ১৩১ বলে ২১০ রান করেন তিনি। ২৪টা চার আর ১০টা ছক্কায় সাজান তাঁর ইনিংস।
 

  • 2/7

তবে শুধু ইশান নন, ভারতের জার্সি গায়ে তিনটি দ্বি শতরান করার রেকর্ড রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma)। তিনি যদিও এদিন খেলেননি। আঙুলের চোটের জন্য বাংলাদেশ সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে ভারত অধিনায়ককে।
 

  • 3/7

প্রথমবার একদিনের ক্রিকেটে ভারতের হয়ে ২০০ রানের ইনিংস খেলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। গোয়ালিওরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রান করে অপরাজিত থাকেন সচিন।  
 

  • 4/7

২০১১ সালে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১৯ রানের ইনিংস খেলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virendra Sehwag)। ১৪৯ বলে ২১৯ রানের ইনিংসে ছিল ২৫টা চার ও ৭টি ছক্কা।  
 

  • 5/7

২০১৩ সালে রোহিত শর্মা ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ২০৯ রানের ইনিংস খেলেন তিনি। এটাই তাঁর জীবনের প্রথম দ্বি শতরান। 
 

  • 6/7

২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। ১৭৩ বলে ২৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত। ৪০৪ রান করে ভারত। ১৫৩ রানে সেই ম্যাচ জেতে টিম ইন্ডিয়া (Team India)। 
 

  • 7/7

২০১৭ সালে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০ রান করেন রোহিত। মোহালিতে ২০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৫৩ বলে এই ইনিংস খেলেন তিনি।  

Advertisement
Advertisement