আজ মঙ্গলবার লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)। কিন্ত এই ম্যাচের আগে হঠাৎই শোরগোল মুম্বই শিবিরে। জানা গিয়েছে কুকুরে কামড়েছে শচিনপুত্র অর্জুন তেন্ডুলকরকে। আইপিএলের মাঝেই কেরিয়ার বিপাকে পড়তে বসেছিল অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar)।
চলতি আইপিএলে কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডেবিউ হয়েছিল সচিনপুত্রর। ২৫ এপ্রিল আমেদাবাদের বিরুদ্ধে শেষ মুম্বইয়ের হয়ে খেলেছিলেন অর্জুন। লখনউয়ের বিরুদ্ধে মুম্বই তাদের গ্রুপ পর্বের শেষ অ্যাওয়ে ম্যাচে নামার আগে অর্জুন নিজেই দুর্ঘটনার খবর জানিয়েছেন।
লখনউ সুপার জায়ান্টসের টুইটারে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে LSG vs MI ম্যাচের আগে একানা স্টেডিয়ামে অনুশীলন করছে দুই দল। সেখানে দেখা গিয়েছে লখনউয়ের ২ ক্রিকেটার যুধবীর সিং ও মহসিন খানের সঙ্গে দেখা করেন অর্জুন। যুধবীর তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি কেমন আছেন? তখনই অর্জুন জানান, তাঁকে কুকুরে কামড়েছে।
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে
কখন অর্জুনকে কুকুরে কামড়েছে? যুধবীরের এই প্রশ্নের জবাবে অর্জুন জানান, এক দিন আগেই। অর্জুনের অবস্থা জানার পর যুধবীর এবং মহসিন দু’জনেই তাকে নিজের যত্ন নিতে বলেন। ভিডিয়োতে দেখা যায়, অর্জুন নিজের বাঁ হাত দেখিয়ে বলেন, তাঁকে কুকুরে কামড়েছে। তাঁর ক্ষত গভীর নয়। আঙ্গুলের কাছে আঘাতের চিহ্ন রয়েছে।
আজ লখনউয়ের বিরুদ্ধে মুম্বইয়ের একাদশে অর্জুনকে দেখা যাবে কিনা তা নিশ্চিত নয়। প্রসঙ্গত, এ বারের আইপিএলে এখনও অবধি অর্জুন তেন্ডুলকর মোট ৪টি ম্যাচে খেলেছেন। তাতে ৯২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন।
লখনউ সুপার জায়ান্টসের টুইটারে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে LSG vs MI ম্যাচের আগে একানা স্টেডিয়ামে অনুশীলন করছে দুই দল। সেখানে দেখা গিয়েছে লখনউয়ের ২ ক্রিকেটার যুধবীর সিং ও মহসিন খানের সঙ্গে দেখা করেন অর্জুন। যুধবীর তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি কেমন আছেন? তখনই অর্জুন জানান, তাঁকে কুকুরে কামড়েছে।
সচিন তেন্ডুলকরের ছেলেকে এই আইপিএল চলাকালীন হাতে কুকুর কামড়ে দিয়েছে৷
ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিও আপলোড হওয়ার পর অর্জুন তেন্ডুলকারের ভক্তদের উদ্বেগ বেড়েছে।
কখন অর্জুনকে কুকুরে কামড়েছে? যুধবীরের এই প্রশ্নের জবাবে অর্জুন জানান, এক দিন আগেই। অর্জুনের অবস্থা জানার পর যুধবীর এবং মহসিন দু’জনেই তাকে নিজের যত্ন নিতে বলেন। ভিডিয়োতে দেখা যায়, অর্জুন নিজের বাঁ হাত দেখিয়ে বলেন, তাঁকে কুকুরে কামড়েছে। তাঁর ক্ষত গভীর নয়। আঙ্গুলের কাছে আঘাতের চিহ্ন রয়েছে।