Advertisement

খেলা

Tokyo Olympics: রিও-র ব্যর্থতা থেকে টোকিও-র পদক! ইতিহাসের পাতায় মীরাবাই

Aajtak Bangla
Aajtak Bangla
  • টোকিও,
  • 24 Jul 2021,
  • Updated 1:22 PM IST
  • 1/10

শনিবার ভারতের তারকা ওয়েটলিফ্টার মীরাবাই চানু অলিম্পিক গেমসে রুপোরপদক অর্জনকারী প্রথম ভারতীয় ভারোত্তোলক হয়েছেন। তিনি এই ইভেন্টে অলিম্পিকের মঞ্চে অন্যতম ইতিহাস সৃষ্টি করেছেন। চানু মহিলা ৪৯কেজি বিভাগে ২০২০ টোকিও গেমসে অলিম্পিক পদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন। চিনের হাউ হুই স্বর্ণপদক জিতেছেন।

  • 2/10

ভারতের হয়ে পদক ট্যালিতে খাতা খুললেন মীরাবাই। মণিপুরের রাজধানী ইম্ফলের থেকে, মীরাবাই চানু ২০ বছর বয়সে গ্লাসগোতে ২০১৪ কমনওয়েলথ গেমসে জয়ী হওয়ার পরে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার দক্ষতা দেখিয়েছিলেন।

  • 3/10

উল্লেখযোগ্যভাবে, চানু ভারতের হয়ে অলিম্পিক পদক জিততে কর্ণম মালেশ্বরীর পরে দ্বিতীয় ভারোত্তোলক। নতুন অলিম্পিক রেকর্ডটি মীরাবাই চানু দ্বারা ১১৫ কেজি বিভাগে সাফল্যের সঙ্গে পদক জিতেছেন।

  • 4/10

৫ বছর আগে মীরাবাই রিওতে তার প্রথম অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন ভারতের অন্যতম বড় প্রত্যাশা হিসাবে, তবে তিনি খুব খারাপভাবেই আউট হয়েছেন। ২০২১ এশিয়ান ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাইয়ের বিশ্ব রেকর্ড রয়েছে।

  • 5/10

টোকিওর একাকী ভারতীয় ভারোত্তোলক ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণ এবং ২০১৮ সালে কমনওয়েলথ গেমসের স্বর্ণের সাথে ফর্মে ফিরেছিলেন। মহিলাদের ৪৯ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে বিশ্ব রেকর্ড গড়ার পরে তিনি টোকিও গেমসে অংশ নিয়েছেন।

  • 6/10

অলিম্পিক গেমস অধ্যবসায়, লড়াই এবং মুক্তি সম্পর্কে। এবং মীরাবাই চানুর গল্পটি সঠিক প্রমাণ করেছে। মণিপুরের ২৬ বছর বয়সী এই মহিলা শনিবার অলিম্পিকে পদক জিতেছেন ও রিও অলিম্পিক গেমসে করা ভুলকে শুধরে নিয়েছেন।

  • 7/10

মীরাবাই চানু রিও অলিম্পিকের হৃদয় বিদারক স্মৃতির পিছনে রেখেছিলেন যেখানে তিনি ক্লিন অ্যান্ড জর্কের ব্যর্থ হন। তবে তিনি টোকিও অলিম্পিকে তিনি সেই রেকর্ড গড়ে আলাদা ভাবে সাফল্য অর্জন করলেন।

  • 8/10

ভারত সরকারের থেকে মীরাবাই চানু জিতেছেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। শুধু তাই নয় ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন মীরবাই। এবার ইম্ফলের মেয়ে জিতলেন রুপোর পদক অলিম্পিকের মঞ্চে।

  • 9/10

ইতিমধ্যেই একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে মীরবাই চানুর বাড়িতে। ইম্ফলে ইতিমধ্যেই মানুষ উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন। সেই ছবিই দেখে নিন।

  • 10/10

মীরাবাইয়ের এই সাফল্যে সামিল হয়েছেন তাঁরা মা ও বাবা। তাঁর এই সাফল্যের দিনে গর্ব করছেন তাঁর মা ও বাবা।

 

ছবিগুলির সৌজন্য- টুইটার।

Advertisement
Advertisement