ভারতের মহিলা দলকে (India Women Cricket Team) ৯ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডের মেয়েরা (England Women)। ৪২ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৩ রান তুলে নেয় ইংল্যান্ড।
একাই ভারতীয় দলের চার উইকেট তুলে নেন সারা গ্লেন (Sarah Glenn)। চার ওভার বল করে মাত্র ২৩ রান দেওয়ার পাশাপাশি ভারতের গুরুত্বপূর্ণ উইকেটগুলি তুলে নিয়ে হরমনপ্রীতদের চাপে ফেলে দেন তিনি।
সারা একটা সময়, হকি খেলতেন। জুনিয়র পর্যায়ে হকি খেলেছেন ইংল্যান্ডের এই লেগস্পিনার। ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। সময় পেলে এখনও স্টিক হাতে হকি খেলতে নেমে যান সারা।
২০১৭ সালে ভারত-ইংল্যান্ডের একটি ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন সারা। সেই ম্যাচে ভারতীয় দলকে ইংল্যান্ড ৯ উইকেটে হারিয়ে দিতেই ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ইংল্যান্ডের এই লেগ স্পিনার। সেখান থেকেই ক্রিকেটের দুনিয়ায় চলে আসেন তিনি।
ডার্বিশায়ার দলে স্পিনার হিসেবে নয়, জোরে বোলার হিসেবে খেলা শুরু করেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। পরে শেন ওয়ার্নকে (Shane Warne) দেখে অনুপ্রাণিত হন সারা। এরপরেই লেগ স্পিনার হিসেবে ইংল্যান্ডের জাতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন সারা।
২০১৯ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের মহিলা দলের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হয় সারা গ্লেনের। ওই সফরেই টি২০ ক্রিকেটের পাশাপাশি একদিনের ক্রিকেটেও অভিষেক করেছিলেন সারা।
সারা ইংল্যান্ডের জার্সিতে এখনও অবধি ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১২টি উইকেট পেয়েছেন তিনি। ৩৫টি একদিনের ম্যাচও খেলেছেন সারা। সেখানে ৪৪টি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই লেগ স্পিনার।
তিনটি টি২০ ম্যাচের সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ডের মেয়েরা। প্রথম ম্যাচেই ভারত ৯ উইকেটে হেরে গিয়েছে। বাকি দু'টি ম্যাচে জিততে পারলে তবেই সিরিজ জিতে নেবে ভারতের মেয়েরা।