Advertisement

খেলা

জার্মানিকে হারিয়ে ট্রফি জিতল ইংল্যান্ডের মেয়েরা, সেলিব্রেট করতে জার্সি খুললেন ফুটবলার

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Aug 2022,
  • Updated 2:36 PM IST
  • 1/8

ফুটবলে গোল করতে পারলে যে কোনও স্ট্রাইকার দারুণ খুশি হন। ছেলেদের খেলা হোক বা মহিলাদের সব ক্ষেত্রেই এই উৎসাহ দেখতে পাওয়া যায়। মহিলাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও একই রকম উৎসাহ দেখা গিয়েছিল, যখন ইংল্যান্ডের মহিলা ফুটবলার উদযাপন করতে গিয়ে তাঁর টি-শার্ট খুলে ফেলেছিলেন।
 

  • 2/8

জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে হাফটাইম অবধি গোল হয়নি। এরপর ৬২ মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করেন এলা স্টোন। ৭৯তম মিনিটে জার্মানির হয়ে গোল শোধ করেন লিনা মাগুল। এরপর অতিরিক্ত সময়ে ১১০তম মিনিটে ক্লোয়ে কেলি গোল করে ম্যাচ জিতে নেন।

  • 3/8

এই ম্যাচটি হয়েছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। এতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও জার্মানির দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হতে চললেও অতিরিক্ত সময়ে ইংলিশ খেলোয়াড় ক্লোয়ে কেলি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
 

  • 4/8

এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে ৮৭ হাজার দর্শক উপস্থিত ছিলেন। যা একটি মহিলাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিরাট রেকর্ড।
 

  • 5/8

ইংল্যান্ড ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছিল। ম্যাচ জেতার পর, ২৪ বছর বয়সী ক্লোয়ে কেলি তাঁর টি-শার্ট খুলে স্টেডিয়ামে দৌড়তে থাকেন।
 

  • 6/8

এটি মহিলাদের ফুটবলে গোল করে সেলিব্রেশনের অভিনব চিত্র। ২৩ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছেন ক্লোয়ে, আমেরিকান ফুটবলার ব্র্যান্ডি চ্যাস্টেইন ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে জয়ের পরে একই রকম উদযাপন করেছিলেন।
 

  • 7/8

১৯৯৯ মহিলা ফিফা বিশ্বকাপের ফাইনালে, ব্র্যান্ডি চ্যাস্টেইনের আমেরিকা পেনাল্টিতে জয় পায়। সেই জয় উদযাপন করার সময় টি-শার্ট খুলে ফেলেন চ্যাস্টেইন। ফাইনাল ম্যাচ অমিমাংসিত থাকায় পেনাল্টিতে খেলা গড়ায়। সেখানে ৫-৪ গোলে জিতেছিল আমেরিকা।
 

  • 8/8

কেলির এমন উদযাপনকে নারীর ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে। তাঁর এমন উদযাপনের ভিডিও দেখার পরে, ব্র্যান্ডি চ্যাস্টেইন টুইট করেছেন। তিনি লিখেছেন,' কেলি ওর বাকি জীবনে গোল করে এভাবেই সেলিব্রেট করবে।'
 

Advertisement
Advertisement