Advertisement

খেলা

ব্র্যাডম্যানের পরেই আছেন স্মিথ, সেঞ্চুরির দৌড়ে পিছনে ফেললেন কোহলি-সচিনকে!

Aajtak Bangla
  • 08 Jan 2021,
  • Updated 12:37 PM IST
  • 1/8

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ আজ ২৭তম শতরানটি করে ফেললেন। সেইসঙ্গে ফিরে এলেন নিজের চেনা ছন্দে। চলতি সিরিজ়ে ভারতের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচে তাঁর ব্যাট কার্যত নীরব হয়েই ছিল। প্রথম টেস্ট ম্যাচে স্মিথ দুটো ইনিংসে যথাক্রমে অপরাজিত ১ রান এবং ১ রান করে আউট হন। আবার মেলবোর্নে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে তিনি যথাক্রমে ০ এবং ৮ রান করেন। অর্থাৎ দুটো টেস্ট ম্যাচ মিলিয়ে স্টিভ স্মিথ মোট ১০ রান করেছিলেন। ইতিপূর্বে স্মিথের ব্যাট এত বেশি সময় ধরে কখনও চুপ করে থাকেনি।

  • 2/8

কিন্তু, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অসাধারণ একটি শতরান করলেন স্টিভ স্মিথ। সেইসঙ্গে করলেন প্রত্যাবর্তনও। স্টিভ স্মিথ আজ টেস্ট ক্রিকেটে ২৭তম শতরানটি করে ফর্মে ফেরত এলেন। আজ ১৪ ইনিংস পরে স্মিথের ব্যাট থেকে আবারও একটা শতরান বেরিয়ে এল। এর আগে তিনি ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।

  • 3/8

ডন ব্র্যাডম্য়ানের পর সবথেকে দ্রুততম (ইনিংসের বিচারে) ২৭তম শতরান করলেন স্টিভ স্মিথ। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ব্র্যাডম্যান ২৭তম শতরান করতে খেলেছিলেন মাত্র ৭০টি ইনিংস। সেখানে স্মিথ নিয়েছেন ১৩৬টি। এই পরিসংখ্যানের দিক থেকে তিনি সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলিকেও পিছনে ফেলে দিয়েছেন। সচিন এবং কোহলি দুজনেই ১৪১টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন।

  • 4/8

একনজরে দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটে ২৭তম শতরান করতে কোন ক্রিকেটার কত কম ইনিংস খেলেছেন :
ডন ব্র্যাডম্যান - ৭০
স্টিভ স্মিথ - ১৩৬
বিরাট কোহলি - ১৪১
সচিন তেন্ডুলকর - ১৪১
সুনীল গাভাসকার - ১৫৪
ম্যাথিউ হেডেন - ১৫৭

  • 5/8

আজ ২০১ বলে নিজের শতরান পূরণ করলেন স্টিভ স্মিথ। ২২৬ বল খেলে আজ স্মিথ ১৬টি বাউন্ডারি হাঁকিয়ে ১৩১ রান করেছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে এই নিয়ে তৃতীয় শতরান করলেন তিনি। এই মাঠটি স্মিথের পছন্দের তালিকায় রয়েছে। আর সেকারণেই যখনই এই মাঠে তিনি খেলেছেন, তখনই কিছু না কিছু চমক দেখিয়েছেন

  • 6/8

সম্প্রতি ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ়ে এই সিডনিতেই স্মিথ টানা দুটো শতরান করেছিলেন। ১০৫ এবং ১০৪ রানের দুটো ঝকঝকে ইনিংস তিনি দলকে উপহার দেন। আর স্মিথের এই শতরানের উপর ভর করেই অস্ট্রেলিয়া ভারতকে ২-১ ব্যবধানে পরাস্ত করেছিল। 

  • 7/8

এরপর টি-২০ সিরিজ়েও স্মিথ যথেষ্ট ভালো ব্যাটিং করেন। তিনি ৪৬ এবং ২১ রানের দুটো ইনিংস খেলেন। যদিও এই সিরিজ়টা ভারত ২-১ ব্যবধানে জিতে যায়।

  • 8/8

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্মিথের বিগত পরিসংখ্যানগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। স্মিথ ১১৭, ৭১, ১০৫, ২৮, ১০৪, ৪৬, ২৪ এবং ১৩১ রান করেছেন। এরমধ্যে চলতি সিরিজ়েই তিনি তিনটে শতরান করেছেন।

Advertisement
Advertisement