জামাইষষ্ঠী খেতে গেলেন সুনীল ছেত্রী। অনেকদিন আগেই জামাইষষ্ঠী পেরিয়ে গিয়েছিল। কিন্তু তখনও এএফসি এশিয়ান কাপের ম্যাচ শেষ হয়নি।
কলকাতায় থাকলেও জামাইষষ্ঠী করতে গলফগ্রীনে শ্বশুর বাড়িতে যেতে পারেননি ভারতীয় দলের ক্যাপ্টেন।
তবে সুনীল জানিয়েছিলেন ভারতীয় দলের খেলা শেষ হলেই জামাইষষ্ঠী করতে যাবেন তিনি। সেই কথা রাখলেন ভারতীয় দলের ক্যাপ্টেন।
ভারতের খেলা শেষ করে বৃহস্পতিবার প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের বাড়িতে জামাইষষ্ঠী খেতে গেলেন সুনীল। সাত রকম ভাজা, আম, লিচু সব মিলিয়ে ছিল এলাহি আয়োজন।
খাবারের তালিকায় ছিল পোলাও, সাত রকমের ভাজা, পায়েস, বিভিন্ন ধরনের তরকারি ও পান।
উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য। রীতি মেনেই হল জামাইষষ্ঠী উদযাপন।
এর আগেও জামাইষষ্ঠী করতে কলকাতায় এসেছেন সুনীল। তবে এবারের পরিবেশটা কিছুটা আলাদা। সদ্য এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেছে ভারত। তিন ম্যাচে তিন গোল করেছেন সুনীল।
ভারতীয় দলের জার্সি গায়ে ৮৪টি গোল করে ফেলেছেন সুনীল।
ভারতীয় দলের হয়ে খেলার পরেই জামাইষষ্ঠী করতে চলে এলেন সুনীল। বুধবারও নিজের শ্বশুর বাড়িতে অনেকটা সময় কাটিয়েছিলেন তিনি।
সুনীলের নেতৃত্বে পরপর দুইবার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করে নজির গড়ল ভারতের ফুটবল দল।