Advertisement

খেলা

ICC T20 World Cup Rohit Sharma Babar Azam: 'ভারত-পাকিস্তানের প্রি ওয়েডিং শুট', রোহিত-বাবরদের শুনতে হল কটাক্ষ

Aajtak Bangla
  • 16 Oct 2022,
  • Updated 3:43 PM IST
  • 1/8

২০২২-এর টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। ১৬ দলের এই টুর্নামেন্ট শুরুর আগে ফটোশ্যুটের জন্য এক জায়গায় এসেছিলেন সমস্ত দলের ক্যাপ্টেনরা। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) সহ সকলেই এই অনুষ্ঠানে এসেছিলেন।
 

  • 2/8

এখানে অধিনায়করা টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 ট্রফির সঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন। এই সময় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম (Bbae Azam) একসঙ্গে একটি ফটোশুট করেন।  
 

  • 3/8

২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের দিকেই সকলের দৃষ্টি থাকবে। মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এই ম্যাচের আগে রোহিত শর্মা ও বাবর আজমের ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 
 

  • 4/8

এই ছবি গুলিতে দুই অধিনায়ককেই মজা করতে দেখা গিয়েছে। দুই জনেই ছবির জন্য পোজ দিয়েছেন। ভারত-পাক ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ আর সেই গুরুত্বের কথা মাথায় রেখেই আলাদা করে এই দুই অধিনায়কের ছবি তোলা হয়েছে।
 

  • 5/8

রোহিত ও বাবরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা নিয়ে টুইটারে নানা ধরনের মেমও তৈরি হয়। লোকেরা মজা করে লিখেছেন যে দেখে মনে হচ্ছে প্রি-ওয়েডিং শ্যুট চলছে।  
 

 

  • 6/8

কেউ কেউ টুইট করে লিখেছেন, দুজনের জুটি দেখতে করণ-অর্জুনের মতো। কেউ কেউ লিখেছেন আরে ভাই, প্রি-ওয়েডিং শ্যুট করাচ্ছেন কেন? শুধু রোহিত ও বাবর নয়, অন্য দলের অধিনায়কদের ছবি নিয়েও মজা করা হয়েছে এখানে। 


 

  • 7/8

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (ডব্লিউকে), দীনেশ কার্তিক (ডব্লিউকে), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ শামি।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

  • 8/8

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ। , ফখর জামান।

রিজার্ভ ক্রিকেটার: মহম্মদ হারিস, উসমান কাদির এবং শাহনওয়াজ দাহানি। 

Advertisement
Advertisement