Advertisement

খেলা

T20 world Champion Team India Arrives Delhi: রাত থেকে এয়ারপোর্টে ফ্যানরা, চ্যাম্পিয়নরা দিল্লি পৌঁছতেই শুরু উৎসব

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 04 Jul 2024,
  • Updated 9:14 AM IST
  • 1/10

ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জিতে দেশে ফিরেছে। টিম ইন্ডিয়া দিল্লি বিমানবন্দরে পৌঁছে গিয়েছে ভোর ৬টায়।

  • 2/10

টিম ইন্ডিয়ার জন্য একটি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল। এর পরে দিল্লির একটি হোটেলে গিয়েছেন রোহিত শর্মারা। সেখানেও তাঁদের দারুণভাবে স্বাগত জানানো হয়।

  • 3/10

ভারতীয় দলের এক ঝলক দেখতে দিল্লি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন বহু ভক্ত। টিম ইন্ডিয়া বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই ভক্তরা 'India India' স্লোগান দিতে থাকেন।
 

  • 4/10

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিওতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ দলের অনেক খেলোয়াড়কে ট্রফি হাতে নিয়ে দেখা যায়।

  • 5/10

রোহিত শর্মাকেও ট্রফি নাড়াতে দেখা গিয়েছে। বার্বাডোসে প্রবল ঝড়-বৃষ্টির কারণে ভারতীয় দল আটকে পড়েছিল। তবে বুধবার তারা সেখান থেকে রওনা দেন।

  • 6/10

ভারতীয় ক্রিকেট দল দিল্লিতে পৌঁছলে ভক্তদের উৎসাহ ছিল দেখার মতো। অনেক ভক্ত ছিল যারা গভীর রাতে বিমানবন্দরে পৌঁছেছিলেন যাতে তারা চ্যাম্পিয়নদের দেখতে পান।

  • 7/10

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ভারতীয় দলের ক্রিকেটাররা। 
 

  • 8/10

তারপর মুম্বই উড়ে যাবে বিশ্বকাজয়ীরা। সেখানে এলাহি আয়োজন করেছে বিসিসিআই। ওয়াংখেড়ে সংলগ্ন মেরিন ড্রাইভে খোলা বাসে ভারতীয় দলকে নিয়ে প্যারেড হবে।

https://x.com/BCCI/status/1808693845208498491

  • 9/10

সেই প্যারেডে সবাইকে আসতে অনুরোধ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ ও রোহিত শর্মা।


 

  • 10/10

সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌছবে সেই বাস। স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানে জয় শাহের হাতে ট্রফি তুলে দেবেন রোহিত।

Advertisement
Advertisement