টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) খেলতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। পার্থে অনুশীলনও শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে চোটের জন্য দলের সঙ্গে নেই জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
পিঠের চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন বুমরা। তবে তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। টি২০ বিশ্বকাপে সম্প্রচারকারী সংস্থার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সঞ্জনাকে।
অস্ট্রেলিয়া পৌঁছে ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন সঞ্জনা। ফ্লাইটে বসে থাকা অবস্থায় একটি ছবি শেয়ার করেছেন বুমরার স্ত্রী। সেই ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, 'আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আমার খুব প্রিয়।' প্রচুর মানুষ এই ছবি শেয়ার করেছেন।
কিন্তু এই ছবি শেয়ার করেও ট্রোল হতে হল সঞ্জনাকে। বুমরা বিশ্বকাপে যেতে না পারায় ট্রল করা হল সঞ্জনাকে। সেই ছবির কমেন্টে ব্যবহারকারীরা লেখেন, 'বৌদি, দাদা কোথায়?'
সঞ্জনা গণেশন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। সঞ্জনা একজন উপস্থাপক। বিভিন্ন ইভেন্টগুলিতে তাঁকে দেখা যায়। এই জন্যই এবার টি২০ বিশ্বকাপ কভার করতে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন তিনি।
পিঠের চোটের জন্য এবারের টি২০ বিশ্বকাপে দলে নেই বুমরা। এশিয়া কাপের সময়ই চোট পান বুমরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে দলে থাকলেও চোটের জন্য খেলতে পারেননি তিনি। এরপরেই টি২০ বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি।
বুমরার বদলে কে যাবেন অস্ট্রেলিয়ায় তা এখনও জানান হয়নি বিসিসিআই-এর পক্ষ থেকে। তবে সূত্র মাতফত জানা যাচ্ছে এ ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছেন মহম্মদ শামি।
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (ডব্লিউকে), দীনেশ কার্তিক (ডব্লউকে), হার্দিক পান্ডিয়া, আর.কে. অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আরশদীপ সিং।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: মহম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।