Advertisement

খেলা

Tilak Verma, IPL 2022: বাবা ইলেক্ট্রিশিয়ান, MI-কে ভরসা দিচ্ছেন ব্যাটার তিলক

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2022,
  • Updated 12:21 AM IST
  • 1/10

শনিবার ছিল IPL-এর ডাবল হেডার। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২৩ রানে হারতে হয় রোহিত শর্মাদের (Rohit Sharma)। 

  • 2/10

হারলেও তিলক ভর্মার ইনিংস স্বস্তি দেবে রোহিতকে। দারুণ লড়াই করেছেন মুম্বই ব্যাটার।

  • 3/10

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রান করেন ১৯ বছর বয়সী তিলক ভার্মা। মাত্র ৩৩ বলে ৬১ রান করেন তিলক ভার্মা। তিলক ভার্মা তাঁর ইনিংসে মারেন ৩টি চার ও পাঁচটি ছক্কা মারেন। 
 

  • 4/10

তিলক ভার্মা এর আগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২ রানের ইনিংস খেলেছিলেন। মাত্র ১৫ বলে ২২ রান করেছিলেন এবং শেষ মুহূর্তে তিনটি চার মেরেছিলেন। যদিও দলকে জেতাতে পারেননি।

  • 5/10

তিলক ভার্মাকে মেগা নিলামে ১.৭০ কোটি টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক রোহিত শর্মা তার প্রশংসা করেছেন এবং আস্থা প্রকাশ করেছেন। তিলক ভার্মাও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

  • 6/10

তিলক ভার্মা হায়দ্রাবাদের বাসিন্দা, তার বাবা নাম্বুরি নাগারাজু একজন ইলেকট্রিশিয়ান। বাবা তার উপার্জন দিয়ে তিলক ভার্মাকে নিয়ে এসে ক্রিকেটের সামগ্রী দিয়েছিলেন, যাতে তিনি খেলায় পিছিয়ে না থাকেন।

  • 7/10

 তিলক ভার্মার পরিবার এখনও ভাড়া বাড়িতে থাকেন। কিন্তু মেগা নিলামে ১.৭০ কোটি টাকা বিড করে তিলক ভার্মার ভাগ্য বদলে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম দুই ম্যাচে সেরা খেলা দেখাতে দেখা গেছে তিলক ভার্মাকে।  
 

  • 8/10

আইপিএল-এর দ্বিতীয় ম্যাচেই ৫০ করা তিলক হলেন মুম্বইয়ের হয়ে সর্বকনিষ্ঠ অর্ধ শতরান কারী।

  • 9/10

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে ছিলেন তিনি। ভারত সেবার ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায়। তিন বছর আগে হায়দরাবাদের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন তিলক।

  • 10/10

তবে এটা মুম্বই ইন্ডিয়ান্সের এই মরশুমে দ্বিতীয় হার। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে রোহিতদের। সেক্ষেত্রে তিলকদের আরও বেশি দায়িত্ব পালন করতে হবে।  

Advertisement
Advertisement