Advertisement

খেলা

Virat Kohli 100th Test: বিরাটের শততম টেস্টে পাশে অনুষ্কা, জড়িয়ে ধরলেন, দেখুন সেই মুহূর্ত

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Mar 2022,
  • Updated 12:40 PM IST
  • 1/10

শুক্রবার (৪ মার্চ) ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির(Virat Kohli) জন্য একটি বিশেষ দিন। এই দিনে তিনি তাঁর টেস্ট কেরিয়ারের শততম ম্যাচ খেলছেন।  

 

  • 2/10

ম্যাচের আগে, বিরাট কোহলিকেও এই কৃতিত্ব অর্জনের জন্য সম্মানিত করা হয়েছিল, যা তাঁর জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। 

  • 3/10

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন কোহলি। ৪ মার্চ থেকে মোহালি মাঠে শুরু হবে এই ম্যাচ। এটি কোহলির ক্যারিয়ারের শততম টেস্ট। 

  • 4/10

মোহালি টেস্টে টসের পর, টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় শততম টেস্টের জন্য বিরাট কোহলিকে সম্মান জানান। কোহলির হাতে বিশেষ ক্যাপ তুলে দেন দ্রাবিড়। সম্মান পাওয়ার পর কোহলিও আবেগাপ্লুত হয়ে পড়েন। 

  • 5/10

বিরাট কোহলি বিশ্বের যে প্রান্তেই খেলতে যান সঙ্গে থাকার চেষ্টা করেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বলিউডের (Bollywood) ব্যস্ত অভিনেত্রী বিরাটের শততম টেস্টেও মোহালিতে চলে এসেছেন। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কোহলির ভাই ও ছোটবেলার কোচও। সম্মানের পর মাঠে স্ত্রীকে জড়িয়ে ধরে খুশিতে শামিল হন কোহলি। 

  • 6/10

সাদা ফ্রিল রাফেল শার্টের সঙ্গে হালকা রঙা ট্রাউজার পরে এসেছিলেন অনুষ্কা। বিরাটের পাশে থাকায় ভারতের ক্রিকেট প্রেমীদের প্রশংসা পেয়েছেন বলিউড অভিনেত্রী। 

 

  • 7/10

কোচ দ্রাবিড় যখন কোহলির হাতে বিশেষ ক্যাপ তুলে দেন, বিরাট বলেছিলেন, ''এটা আমার জন্য গর্বের বিষয় যে আমি আমার ছোটবেলার নায়কের কাছ থেকে শততম টেস্টের ক্যাপটি পাচ্ছি। আমার কাছে এখনও অনূর্ধ্ব-১৫-র সেই ছবি রয়েছে, যেখানে আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে শুধু তোমাকেই দেখছি।'

  • 8/10

দ্রাবিড়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি। একই সঙ্গে তিনি লিখেছেন, এমন মুহূর্তগুলো আপনাকে বিশ্বাস করায়। বোঝায় যে আপনি কোথা থেকে কোথায় এসেছেন। 

  • 9/10

বিরাট দ্রবিড় সম্পর্কে আরও লিখেছেন, 'এক পর্যায়ে আমি কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের চোখে চোখ রাখার চেষ্টা করছিলাম আর এখন তিনিই আমার সাক্ষাৎকার নিচ্ছেন। আমি মনে করি স্বপ্ন সত্যি হয়।' 

  • 10/10

কোহলির আগে বিশ্বের ৭০ জন এবং ভারতে তাঁর আগে ১১ জন খেলোয়াড় রয়েছেন, যারা ১০০ টেস্ট খেলার কীর্তি অর্জন করেছেন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির অভিষেক হয়। কোহলি তার ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০০টি টেস্ট, ২৬০টি ওডিআই এবং ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

Advertisement
Advertisement