মঙ্গলবার থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে। পিঠের চোট সারিয়ে দলে ফিরতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। কিছুদিন ধরেই নেটে ব্যাট করতে দেখা গিয়েছে ভারতের টেস্ট দলের নেতাকে। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন হনুমা বিহারী।
ওপেনার হিসেবে দলে থাকতে পারেন মায়াঙ্ক আগারওয়াল। দক্ষিণ আফ্রিকার মাটিতে বেশ ভাল ব্যাট করছেন ভারতের এই ব্যাটার। এবারের সফরে চার ইনিংস মিলিয়ে ১১৩ রান করেছেন তিনি। যার মধ্যে একটি হাফ সেঞ্চুরিও রয়েছে।
দ্বিতীয় টেস্টে বিরাটের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছিলেন কেএল রাহুল। এই সিরিজে ২০৪ রান করে ফেলেছেন ভারতের সহ-অধিনায়ক। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশী রান করেছেন রাহুল।
দীর্ঘদিন ভাল খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে কিছুটা ফর্ম ফিরে পেয়েছেন চেতেশ্বর পূজারা। তিনি হাফ সেঞ্চুরি করলেও ভারতের হার আটকাতে পারেননি। তবে ফর্মে ফেরায় তাঁর দলে থাকার সম্ভাবনা প্রবল।
অর্ধ শতরান করে দীর্ঘদিনের খারাপ ফর্ম কাটিয়ে ফর্মে ফিরছেন অজিঙ্কা রাহানে। ভারতের হয়ে এই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ত নিজের জায়গা পাকা করে নিতে পারবেন তৃতীয় টেস্টে।
ব্যাটে বলে ভাল খেলেছেন শার্দূল ঠাকুর। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সাত উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে একটাই উইকেট নেন ভারতের এই পেসার।
টিম ম্যানেজমেন্ট ক্ষুব্ধ হলেও ঋষভ পন্থ হয়ত এই ম্যাচে ভারতীয় দলে জায়গা পাবেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দায়িত্বজ্ঞানহীনের মত শট খেলে আউট হন ঋষভ। তবুও হয়ত দলে থাকবেন ঋষভ।
দ্বিতীয় টেস্টে চোটের কারনে বল করতে সমস্যায় পড়েছিলেন মহম্মদ সিরাজ। তিনি দ্বিতীয় ইনিংসে বল করলেও সেরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। তাঁর জায়গায় হয়ত দলে আসতে পারেন ইশান্ত শর্মা।
পিচ পেস সহায়ক হলেও দলে থাকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ম্যাচে মাত্র তিন উইকেট পেলেও তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে ভারতীয় দল।
ভাল ফর্মে থাকা মহম্মদ শামি তৃতীয় টেস্টে ভারতীয় দলের অন্যতম ভরসা হতে পারেন। দক্ষিণ আফ্রিকায় এই সিরিজে ইতিমধ্যেই ১১ টি উইকেট নিয়েছেন ভারতের এই পেসার।
দলে থাকবেন ভারতের আরও এক পেসার যশপ্রীত বুমরা। তাঁর উপরেও অনেকটাই নির্ভর করছে ভারত।