টি ২০ , ওয়ানডের পরে এবার টেস্ট ক্রিকেট। অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা সিরিজে হারের পরেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি।
২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৬৮টি টেস্ট ম্যাচের নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। তার মধ্যে ভারত জিতেছে ৪০টি ম্যাচে।
ভারতের হয়ে প্রায় ৬৫টি ওয়ানডে ম্যাচের নেতৃত্ব দিয়েছেন কোহলি। তিনি ভারতের সফল অধিনায়কদের তালিকায় ৪ নম্বরে রয়েছেন।
ওয়ানডে ম্যাচের ভারতের সফল অধিনায়কদের মধ্যে প্রথম স্থানে এমএস ধোনী, দ্বিতীয় সৌরভ গঙ্গোপাধ্যায়, তারপরে আজারুদ্দিন। চতুর্থ স্থানে রয়েছেন কোহলি।
টিমের অধিনায়ক হিসাবে সবথেকে বেশি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।
রানের নিরিখেও ভারতে অধিনায়কদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। প্রথম স্থানে ৬৬৪১ রান করে রয়েছেন ধোনী। দ্বিতীয় স্থানে ৫৪৪৯ রান করে রয়েছেন কোহলি।
টি২০ ম্যাচেও অধিনায়ক হিসাবে সফল হয়েছেন তিনি। তার নেতৃত্ব ভারত জিতেছে অন্তত ৩০টি ম্যাচ।
কোহলির নেতৃত্বে ভারত ২০২০ সালে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ৫-০তে। অস্ট্রেলিয়াকে হারায় ২-১এ।
২০১১ মাত্র ২২ বছর বয়সে আইপিএলে টিমের ক্যাম্পেট হয়েছিলেন কোহলি।
এখনও পর্যন্ত আইপিএলে ১৪০টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলে ক্যাম্পেটদের তালিকায় ধোনির পরেই ম্যাচ খেলার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি।