Advertisement

খেলা

রোহিতের অধিনায়কত্ব নিয়ে এমনই মন্তব্য করলেন লক্ষ্মণ, শুনলে চমকে উঠবেন আপনিও

Aajtak Bangla
  • 06 Dec 2020,
  • Updated 3:01 PM IST
  • 1/5

ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ সাফ জানিয়ে দিলেন, সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে অধিনায়ক করার কোনও দরকারই নেই। দ্য হিটম্যান : দ্য রোহিত শর্মা স্টোরি বইটার ভার্চুয়াল উদ্বোধন করতে এসে লক্ষণ একথা জানালেন। প্রসঙ্গত, এই বইটি বিজয় লোকপল্লি এবং জি কৃষ্ণণ লিখেছেন।

  • 2/5

লক্ষণ বললেন, "এ ব্যাপারে কোনও সন্দেহই নেই যে রোহিত শর্মা একজন অসাধারণ অধিনায়ক। বিরাটের অনুপস্থিতিতে ও যথেষ্ট দায়িত্ব সহকারে নিজের ভূমিকাটা পালন করেছে। কোনও ফ্র্যাঞ্জাইজ়ির (মুম্বই ইন্ডিয়ান্স) পাঁচবার খেতাব তুলে দেওয়া তো আর কম বড় কথা নয়। যেভাবে রোহিত এই দলটাকে গঠন করেছে, কঠিন পরিস্থিতিতে দলের পাশে দাঁড়িয়েছেন, তাতে বোঝা যায় একজন সফল অধিনায়কের সমস্ত গুণাগুণই তাঁর মধ্যে রয়েছে। এখানে পরিবর্তন করার কোনও দরকার নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটও অসাধারণ সাফল্য পেয়েছেন। পাশাপাশি ও যথেষ্ট ভালো পারফর্মও করছে। আমি তো অধিনায়ক বদল করার কোনও কারণ দেখতে পাচ্ছি না।"

  • 3/5

লক্ষ্মণের কথায়, রোহিতের স্টপ-স্টার্ট কেরিয়ার রয়েছে। তিনি বললেন, "রোহিতের কেরিয়ার আমার নিজের কেরিয়ারকে মনে করিয়ে দেয়। ওপেনিং না করেই অসাধারণ সব বোলারদের বিরুদ্ধে ওপেন করাটা কম বড় কথা নয়। একবার যখন রোহিতের চোখ সেট হয়ে যায়, তখন বোলারদের উপরে চাপ তৈরি করতে পারেন। এটা আমি সবসময়ই মনে প্রাণে বিশ্বাস করতাম যে রোহিতের মধ্যে আলাদা কিছু করার ক্ষমতা রয়েছে। টেস্ট ক্রিকেটে দ্বিশতরান করার জন্য যথেষ্ট লড়াই করেন। এমনকী একদিনের ক্রিকেটেও তো রোহিত তিন-চারবার দ্বিশতরান করে ফেলেছেন।"

  • 4/5

বইটি উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অলিন কুম্বলেও। তিনি সাফ জানিয়ে দেন, যথাযোগ্য সময় এলেই ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব রোহিতের হাতে তুলে দেওয়া হবে।

  • 5/5

কুম্বলে বললেন, "আমরা যখন রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব তুলে দেওয়ার কথাবার্তা বলছিলাম, তখন রোহিত যথেষ্ট আশ্বস্ত ছিল। এটা স্বাভাবিকভাবেই ওর কাছে এসেছিল। সেইসময় রোহিত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত ছিল। ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব রোহিতের হাতে তুলে দেওয়া হবে  কি না, তা নিয়েই আমরা আপাতত আলোচনা করছি। আমি তো মনে করি যে আমরা যথেষ্ট ভাগ্যবান যে আইপিএল ক্রিকেটে এমন সফল একজন অধিনায়ক আমাদের কাছে রয়েছেন। যখন উপযুক্ত সময় আসবে, তখন রোহিত এই দায়িত্ব গ্রহণ করার যোগ্য বলেই আমি মনে করি।" প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স দলের কোচিং স্টাফ ছিলেন অনিল কুম্বলে।

Advertisement
Advertisement