Advertisement

খেলা

IPL 2020 : 'কোয়ালিফায়ারে আমরাও হারাতে পারি মুম্বইকে', হুঙ্কার শ্রেয়সের

Aajtak Bangla
  • 04 Nov 2020,
  • Updated 11:09 PM IST
  • 1/4

গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে পরাস্ত করে সহজ জয় ছিনিয়ে এনেছে দিল্লি ক্যাপিটালস। সেইসঙ্গে পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানেও উঠে এসেছে। তবে ফাইনালে পৌঁছনোর আগে আগামীকাল তাদের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নামতে হবে। তবে এই ম্যাচে নামার আগে কার্যত গর্জন শুনতে পাওয়া গেল শ্রেয়স আইয়ারের গলায়। তিনি সাফ জানিয়ে দিলেন, "এই টুর্নামেন্টে সর্বশ্রেষ্ট দলগুলোর মধ্যে একটা হল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু, আমি এটাও বলতে চাই যে আমাদের দলেও যথেষ্ট দক্ষ এবং অসাধারণ ক্রিকেটার রয়েছে।"

  • 2/4

শ্রেয়স বললেন, "তবে আগামীকাল আমরা কেমন খেলব, তার উপরেই গোটা বিষয়টা নির্ভর করবে। ইতিপূর্বে বেশ কয়েকবার ওদের এই ধরনের (কোয়ালিফায়ার) ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু ম্যাচের দিন যে দল ভালো খেলবে, তারাই শেষ হাসি হাসবে।"

  • 3/4

তিনি আরও যোগ করেন যে দুবাইয়ে আয়োজিত মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচের চাপটা আমাদের সহজভাবে নিতে হবে। বললেন, "চাপের মুখে পড়ে আমরা কোনও জিনিসকে জটিল করে তুলব না। বরং সহজ করার চেষ্টা করব। যেভাবে আমরা আগের ম্যাচগুলো জিতেছি, এটাতেও সেটা মাথায় রেখে পারফর্ম করার চেষ্টা করব। একের পর এক চারটে ম্যাচ হারা পর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়টা আমাদের খুব দরকার ছিল। দলের প্রত্যেকটা ক্রিকেটারের পারফরম্যান্সে আমি যথেষ্ট খুশি।"

  • 4/4

অন্যদিকে ব্যাঙ্গালোর তথা বাংলার স্পিনার শাহবাজ় আহমেদ বললেন, শিখর ধাওয়ানের উইকেটটাই তাঁর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। তিনি বললেন, "আইপিএল শুরুর আগে অনুশীলন শিবিরে আমি প্রচুর সাহায্য পেয়েছি। আইপিএলের প্রথম উইকেট, আর সেটাও আবার শিখর ধাওয়ানের। তবে স্বস্তির বিষয় একটাই যে আমাদের নেট রানরেট যথেষ্ট ভালো ছিল। সেকারণে ম্যাচ হেরে গেলেও আমরা প্লে অফে পৌঁছতে পেরেছি।"

Advertisement
Advertisement