Advertisement

খেলা

উইম্বলডন : ঐতিহাসিক ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে সানিয়া-বোপন্না জুটি

Aajtak Bangla
  • লন্ডন,
  • 03 Jul 2021,
  • Updated 12:47 PM IST
  • 1/9

উইম্বলডনের প্রথম রাউন্ডের ঐতিহাসিক ম্যাচে জিতে মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে চলে গেলেন সানিয়া মির্জা-রোহন বোপন্নার ভারতীয় জুটি। 

  • 2/9

কিন্তু ঐতিহাসিক কেন? কারণ এর আগে কোনও উইম্বলডন ম্যাচে ভারতীয় জুটির সামনাসামনি হয়নি অন্য কোনও ভারতীয় জুটি। সে দিক দিয়ে এক ঐতিহাসিক ম্যাচ হল শুক্রবার।

  • 3/9

একদিকে রোহন বোপন্নার সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন সানিয়া এবং কোর্টের অন্যপ্রান্তে ছিলেন ভারতীয় জুটি রামকুমার রমানাথন ও অঙ্কিতা রায়না। তাঁদের ৬-২, ৭-৬(৫)-এ হারান সানিয়ারা।

  • 4/9

গ্র্যান্ড স্লামের সিঙ্গলস খেলায় যোগ্যতা অর্জনের জন্য মোট ২১ বার চেষ্টা করেছেন রামকুমার। তবে সফল হননি। এবার মিক্সড ডাবলস দিয়ে মেজর টেনিসে অভিষেক ঘটল তাঁর। তাও আবার অভিজ্ঞ সানিয়া-বোপন্নার বিরুদ্ধে। প্রথম থেকে অভিজ্ঞ জুটিই ছিল ম্যাচের ফেভারিট।

  • 5/9

প্রথম সেটে রামকুমারদের হেলায় হারান সানিয়া-বোপন্না। তবে দ্বিতীয় সেটে জোর লড়াই দেন রামকুমার ও অঙ্কিতা। কিন্তু বোপান্নার শক্তিশালী সার্ভ আর দুর্দান্ত গ্রাউন্ড স্ট্রোকের সামনে শেষরক্ষা করতে পারেননি। তবে উইম্বলডনে প্রথমবার দুই ভারতীয় জুটির লড়াই ঢুকে পড়ল টেনিস ইতিহাসের পাতায়।

  • 6/9

ম্যাচের আগেই ভারতীয় টেনিস পরিবারের তরফে টুইট করে ঐতিহাসিক ম্যাচের কথা জানানো হয়। কয়েকটি ছবিও পোস্ট করেন তাঁরা ম্যাচের। 

  • 7/9

তবে ভারতীয় অনভিজ্ঞ জুটির সামনে টাইব্রেকারের মুখে পড়তে হয়েছে জয়ী জুটিকে। পরবর্তী রাউন্ডে সামনে আরও কঠিন চ্য়ালেঞ্জের মুখোমুখি হতে হবে তাঁদের। 

  • 8/9

এই ম্যাচের ভুল শুধরে তাঁরা যদি এগিয়ে যেতে চান, তাহলে সার্ভিস এরর কমানোর দিকে নজর দিতে হবে। সেই সঙ্গে বিপক্ষের দূর্বলতা খুঁজে বের করে তাঁদের ঝাঁপিয়ে পড়তে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

  • 9/9

ইতিমধ্যেই পার্টনার বেথানি মাটেক-স্যান্ডসকে নিয়ে মহিলা ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন সানিয়া মির্জা। প্রথম রাউন্ডে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই অ্যালেক্সা গুয়ারিচ ও ডেসারে ক্রচিক জুটিকে ৭-৫, ৬-৩ সেটে হারান তাঁরা। আসন্ন অলিম্পিকে অংশ নিতে চলেছেন সানিয়া। তার আগে উইম্বলডনের চেয়ে ভাল প্ল্যাটফর্ম হতে পারে না।

Advertisement
Advertisement