হোলির দিনে রঙের উৎসবে মেতে উঠলেন ওমেন প্রিমিয়ার লিগে খেলা মহিলা ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি এই রং-এর উরসবে যোগ দেন বিদেশি ক্রিকেটাররাও।
অস্ট্রেলিয়া দলের অলরাউন্ডার এলিস পেরি দারুণ ভাবে হোলি খেলেছেন এবং এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। উদ্দাম হোলি সেলিব্রেট করে পেরি সোশ্যাল মিডিয়ায় নিজের রঙিন ছবি শেয়ার করলেন। ক্যাপশনে লিখলেন, “ভাবছি, এই রং কি চিরস্থায়ী? দু-বার চুল ধুয়েছি।”
সোফি ডিভাইন, মেগান স্কুটের সঙ্গে নিজের ছবি হোলির ছবি পোস্ট করে এলিস লিখেছেন, 'রংয়ের উৎসব।' সেই উৎসব উদযাপনে অংশ নিয়েছেন ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা এবং রিচা ঘোষের মত ভারতীয়রাও।
মাঠের বাইরে উৎসব করলেও, তারকা খচিত আরসিবি একেবারেই ফর্মে নেই। পরপর দুই ম্যাচে হারের ফলে পাঁচ দলের টেবিলে চার নম্বরে স্মৃতি মন্ধনার দল। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ উইকেটে হেরে যায় আরসিবি। রিচা ঘোষের ২৮ রানে ভর করে ১৫৫ রান করে আরসিবি।
এরপর ৯ উইকেটে ম্যাচ হেরে যায় আরসিবি। বড় স্কোর করতে ব্যর্থ হওয়াতেই হারতে হয়েছে বলে মত ক্যাপ্টেন স্মৃতির। নিজের ব্যর্থতার কথাও তুলে ধরেন আরসিবি অধিনায়ক।
পরে মান্ধানার আরও সংযোজন ছিল, “আমাদের বোলিং বিভাগ বেশ শক্তিশালী। ৬-৭ জন বোলিং অপশন রয়েছে। তবে ব্যাটাররা পর্যাপ্ত রান না তুলতে পারলে বোলারদের কিছু বলা যায় না।”
হোলির উৎসবে মেতেছিলেন রোহিত শর্মারা। চতুর্থ টেস্টের আগে টিম বাসেই উৎসবে মাতেন তারা। সেই ছবি অ ভিডিও ভাইরাল হচ্ছে।