অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার (Sushil Kumar)-কে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকেও ধরেছে পুলিশ। দিল্লির মুণ্ডকা এলাকা থেকে সুশীল কুমার (Sushil Kumar)-কে ধরেছে পুলিশ। সঙ্গে ছিলেন অজয় নামে এক ব্যক্তি। তাঁরা গাড়ি ছেড়ে স্কুটিতে করে কারও সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
সুশীল কুমার (Sushil Kumar)-কে বেশ কয়েকদিন ধরে খুঁজছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এদিন দিল্লি পুলিশের স্পেশাল সেল তাঁকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে স্পেশাল সেল তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাঁকে একটি থানায় এনে রাখা হয়। সঙ্গে ছিলেন আরও এক ব্যাক্তি। একই সঙ্গে পুলিশি প্রোফাইলের জন্য সুশীলের ছবিও তুলে রেখে দিয়েছে পুলিশ। অনেকদিন ধরেই পুলিশ ও সাধারণের চোখ এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন সুশীল। সেই কারণে তাঁকে খুঁজে দেওয়ার জন্য নগদ টাকাও ঘোষণা করেছিল পুলিশ।
বেশ কিছুদিন ধরেই সুশীলের বিরুদ্ধে অনেক কটা কেস উঠে আসছিলো। এমনকি দুই কুস্তিগিরও তাঁর নামে গুন্ডামির অভিযোগ তোলেন। প্রবীন রানা ও নরিংহকে এর আগে হেনস্থা করেছিলেন সুশীল, এমনটা তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অতীতে। তবে সেটা কেউ মানেননি। অবশেষে খুনের অভিযোগ উঠেছে সুশীলের বিরুদ্ধে। তবে পালিয়ে বেড়ালেও অবশেষে ধরা পড়লো ভারতের হয়ে পদক জয়ী এই কুস্তিগির।
দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে কুস্তিগির সাগর রানাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। তাঁর বয়স ২৩ বছর। অভিযোগ, এই ঘটনায় সুশীল কুমার অভিযুক্ত। দিল্লি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, লকডাউনের পর সুশীল কুমার, লরেন্স বিষ্ণোই আর কালা জখেড়ি দুষ্কৃতীদের নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। সেখানে হাতাহাতি হয় বলে অভিযোগ। এই ঘটনায় মারা যান কুস্তিগির সাগর রানা।
সুশীল কুমার (Sushil Kumar)-কে খোঁজার জন্য বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হয়। পুলিশ পঞ্জাবের ভাটিন্ডা, মোহালিতে অভিযান চালায়। সুশীল কুমার (Sushil Kumar) বার বার পুলিশের হাত থেকে ফসকে যেন। বার বার তাঁর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তবে তিনি পালিয়ে গিয়েছেন। অনেকের মতে, এ তো পেশাদার কোনও অপরাধীর মতো পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির। তবে অবশেষে ধরা দিলো এই কুস্তিগির।