Advertisement

খেলা

FIFA World Cup 2022: USA-ইংল্যান্ডের মধ্যে টানাটানি, বিশ্বকাপে শেষমেশ কোন দলে মুসা?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2022,
  • Updated 4:53 PM IST
  • 1/8

জন্ম নিউইউর্কে। খেলতে পারতেন ঘানা (Ghana), ইতালি (Italy) এমনকি ইংল্যান্ডের (England) হয়েও। তবে তিনি খেলবেন আমেরিকার হয়ে। ১৯ বছর বয়সেই বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে আমেরিকার প্রতিনিধিত্ব করতে চলেছেন ইউনুস মুসা (Yunus Musah)। মঙ্গলবার বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে ইউনুসের দেশ।
 

  • 2/8

এক সাক্ষাৎকারে কাতারের (Qatar) এই ফুটবলার বলেন, 'আমি জন্মেছি নিউ ইয়র্কে। যদিও আমি বিশ্বের বিভিন্ন দেশে থেকেছি।'' শুধু নানা দেশে থাকা নয়, বিভিন্ন দেশের থেকেই তাঁদের দলের হয়ে খেলার প্রস্তাব এসেছিল এমনটাই জানান মুসা। তিনি বলেন, ''বিভিন্ন দেশ থেকেই খেলার প্রস্তাব এসেছিল। তাই আমেরিকার হয়ে খেলার সিদ্ধান্তটা কঠিন ছিল।''
 

  • 3/8

ছোটবেলা কাটিয়েছেন ইতালিতে। ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের অ্যাকাডেমিতেও খেলেছেন মুসা। ২০১৯ সালে সেখান থেকে চলে যান জুভেন্টাসে (Juventus)। লাতিন ভাষা জানা মুসার পরবর্তী ক্লাব ভ্যালেন্সিয়া। সেখানেই এখন খেলছেন এই মিডফিল্ডার।
 

  • 4/8

ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে কোন দেশের জার্সি পরে খেলবেন মুসা, সেটা ঠিক করতেও অনেকটা সময় নিয়েছিলেন তরুণ মিডফিল্ডার। আসলে আমেরিকার পরিবেশ ভাল লেগে গিয়েছিল মুসার। 
 

  • 5/8

আমেরিকার ফুটবল দলের কর্মকর্তারা ফ্রেন্ডলি ম্যাচের জন্য বারংবার মুসার কাছে আমেরিকার হয়ে খেলার অনুরোধ জানিয়েছিলেন। দুই মাস সময় চান মুসা। তারপর যদিও রাজি হয়ে যান তিনি।
 

  • 6/8

মুসা বলেন, 'আমি খুব গর্বিত আমেরিকার হয়ে খেলতে পেরে। তাই এই জার্সিটা পরতে পেরে আমার দারুণ অনুভুতি। আশা করি, এই জার্সি পরে আমি আমেরিকার দলের হয়ে ভাল খেলে দলকে সাহায্য করব।''
 

  • 7/8

শনিবার হ্যারি কেনদের বিরুদ্ধে খেলতে নামবে মুসার দেশ। এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছেন মুসা। এই ম্যাচে দারুণ লড়াই হবে বলেই আশাবাদী মুসা। তিনি বলেন, ''এটা একটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে।''
 

  • 8/8

গ্রুপ বি-তে মুসার দলের পাশাপাশি ওয়েলস, ইংল্যান্ড ও ইরান রয়েছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল ফল করতে পারলে প্রি কোয়ার্টার ফাইনালে চলে যাবে আমেরিকা।    
 

Advertisement
Advertisement