ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ -এ, বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দুবাইয়ে। চেন্নাইয়ের দল এই ম্যাচে কোনও বড় স্কোর করতে পারেনি, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ব্যর্থ প্রমাণ করলেন। কিন্তু ফের একবার ভাইরাল হলেন তাঁর মেয়ে জিভা।
কিন্তু এমএস ধোনির মেয়ে জিভা ধোনি আবারও আলোচনায় এসেছেন। এর আগের ম্যাচেও জিভার একটি ছবি ভাইরাল হয়েছিল ম্যাচের মাঝে। ম্যাচের সময় এমন কিছু ঘটেছিল যে জিভা ধোনি স্ট্যান্ডে দাঁড়িয়ে নাচতে শুরু করেছিলেন আনন্দে।
আসলে, রবীন্দ্র জাদেজা যখন চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৯ তম ওভারে ব্যাটিং করছিলেন, তখন তার বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদন করা হয়েছিল। যখন আম্পায়ার নট আউট দেন, বোলার রিভিউ নেন, যখন তৃতীয় আম্পায়ারও নট আউট বলেন। তারপর স্ট্যান্ডে থাকা জিভা ধোনি খুশি হয়ে নাচতে শুরু করেন।
মাঠের বড় পর্দায় জিভা ধোনির আনন্দের নাচ দেখানো হচ্ছিল, তাই সুরেশ রায়না ড্রেসিং রুমে বসে এটা দেখে হাসছিলেন। জিভা ধোনির এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় সবাই পছন্দ করছে এবং এই ভিডিওটি ও ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
জিভা ধোনিকে প্রায়ই মা সাক্ষী ধোনির সাথে মাঠে দেখা যায়। শেষ ম্যাচেও, যখন চেন্নাই পরাজিত হয়েছিল, তখন চোখ বন্ধ করে হাত জোড় করে জিভা ধোনির ছবি বেশ ভাইরাল হয়েছিল। তিনি চেন্নাইয়ের জয়ের জন্য প্রার্থনা করছিলেন।
পঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের কথা বললে, চেন্নাই দল মাত্র ১৩৪ রান করেছিল নির্ধারিত ২০ ওভারে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আবার ব্যাট হাতে ব্যর্থ হন, মাত্র ১২ রান করার পর আউট হন তিনি। এমএস ধোনিকে পঞ্জাবের রবি বিষ্ণোইর বলে বোল্ড হয়েছেন।
এই ম্যাচে ধোনিদের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন পঞ্জাব কিংসের অধিনায়ক ও ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল। ব্যাট হাতে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলে ধোনির সিএসকে দলকে পরাজিত করেন তিনি।