Advertisement

ICC Awards: বিরাট সাফল্য, বাঘা বাঘা খেলোয়াড়দের পিছনে ফেলে সেরা ব্যাটার সূর্যকুমার

টি২০ ক্রিকেটে ধারাবাহিক ভাবেই দুর্দান্ত পারফর্ম করছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ম্যাচের রং একাই বদলে দিচ্ছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। ঘরের মাঠে শ্রীলঙ্কা হোক বা টি২০ বিশ্বকাপের বড় মঞ্চ, সূর্যকুমারের জুড়ি মেলা ভার। আর সেই জন্যই, আইসিসি (ICC Awards) টি২০ ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে তাঁকেই বেছে নিয়েছে। টি২০ ক্রিকেটে এখনও অবধি তিনটি সেঞ্চুরিও রয়েছে সূর্যকুমারের। 

সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2023,
  • अपडेटेड 5:34 PM IST
  • টি২০ ক্রিকেটে সেরা সূর্য
  • পেছনে ফেললেন রিজওয়ানদের

টি২০ ক্রিকেটে ধারাবাহিক ভাবেই দুর্দান্ত পারফর্ম করছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ম্যাচের রং একাই বদলে দিচ্ছেন ভারতের মিডল অর্ডার ব্যাটার। ঘরের মাঠে শ্রীলঙ্কা হোক বা টি২০ বিশ্বকাপের বড় মঞ্চ, সূর্যকুমারের জুড়ি মেলা ভার। আর সেই জন্যই, আইসিসি (ICC Awards) টি২০ ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে তাঁকেই বেছে নিয়েছে। টি২০ ক্রিকেটে এখনও অবধি তিনটি সেঞ্চুরিও রয়েছে সূর্যকুমারের। 

এই পুরস্কারের দৌড়ে ইংল্যান্ডের স্যাম কারেন, জিম্বাবোয়ের সিকান্দার রাজা ও পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে পেছনে ফেলে দিয়েছেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন। আর এবার পেলেন টি-টোয়েন্টি ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের সম্মানও। 

আরও পড়ুন: ICC র‍্যাঙ্কিংয়ে ঝড় তুলল ভারত, সবাইকে পেছনে ফেলে উঠলেন শীর্ষে সিরাজ

টি২০ কেরিয়ারে এখনও অবধি ৪৫টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার। ১৫৭৮ রান করার পাশাপাশি ৩টি সেঞ্চুরিও করেছেন তিনি। মাঠের যে কোনও প্রান্তে শট খেলতে পারা এই ব্যাটারের অন্যতম সেরা গুন। ২০২২ সালে সূর্যকুমার যাদব ৩১ ম্যাচে ১১৬৪ রান করেন। তাঁর গড় ছিল ৪৭। এই বছরে সূর্যকুমারের স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। যা অন্যদের থেকে অনেক বেশি। সূর্যকুমার যাদব প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো এক বছরে ১০০০ বা তার বেশি রান করেছেন। 

 

২০২২ সালে ভারত টি২০ বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও সকলেই সূর্যকুমার যাদবের ফ্যান হয়ে যান। এই এক বছরে তিনি মোট ৬৮টি ছক্কা মেরেছিলেন। এটি ছিল এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো খেলোয়ারের মারা সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা। অনেক ম্যাচেই সূর্য একা হাতে টিম ইন্ডিয়ার ভাগ্যের চাকা একেবারে ঘুরিয়ে দিয়েছিলেন। 

আরও পড়ুন: 'শত্রুরা বিপদে পড়লে...' খোরপোষ আদায় করে খোঁচা হাসিনের?

Advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টি রেকর্ড সূর্যকুমার যাদবের

৪৫ ম্যাচ, ৪৩ ইনিংস,
১৫৭৮ রান, ৪৬.৪১ গড়,
১৮০.৩৪ স্ট্রাইক রেট, ৩ সেঞ্চুরি, 
১৪২টি চার, ৯২টি ছক্কা

টি২০তে সূর্যকুমার যাদবের সেরা স্কোর
• ১১৭ বনাম ইংল্যান্ড, ২০২২
• ১১২* বনাম শ্রীলঙ্কা, ২০২৩
• ১১১* বনাম নিউজিল্যান্ড, ২০২২ 

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয়দের দাপট

আইসিসি সম্প্রতি বর্ষসেরা টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে, যাতে ভারতের তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছেন। ভারত এই দলে ছিলেন সূর্যকুমার যাদব, বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়া বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল। আগের দিন একদিনের সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পর ওডিআই র‌্যাঙ্কিংয়েও এক নম্বরে উঠে এসেছে ভারত। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement