Advertisement

Shoaib Akhtar: 'আমি খুব কষ্টে আছি...' সার্জারির পর মেলবোর্নের হাসপাতাল থেকে বার্তা শোয়বের

ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বানিয়েছেন তিনি। সেখানে ৪৬ বছর বয়সী প্রাক্তন এই পেসার বলেছেন, ''অস্ত্রোপচার ভাল ভাবেই হয়েছে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে।'' মেলবোর্নের স্টারস ক্রিকেট ক্রিকেট অ্যাকাডেমির কর্ণধার ও শোয়েবের বন্ধু কামিল খানকেও ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন। মেলবোর্নে কাবিলের ব্যবস্থাপনায় তাঁর এই অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন শোয়েব।

শোয়েব আখতার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2022,
  • अपडेटेड 10:07 PM IST
  • হাসপাতাল থেকে বার্তা পাঠালেন শোয়েব
  • ফের হাঁটুতে সার্জারি হল তাঁর

অস্ত্রোপচার হল শোয়েব আখতারের (Shoaib Akhtar)। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেখানেই হাঁটুতে অস্ত্রোপচার হয় তাঁর। সার্জারির পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আর তার মাঝে হাসপাতালের বেডে শুয়ে ভক্তদের বার্তা পাঠিয়েছেন শোয়েব। 

ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বানিয়েছেন তিনি। সেখানে ৪৬ বছর বয়সী প্রাক্তন এই পেসার বলেছেন, ''অস্ত্রোপচার ভাল ভাবেই হয়েছে। সেরে উঠতে কিছুটা সময় লাগবে।'' মেলবোর্নের স্টারস ক্রিকেট ক্রিকেট অ্যাকাডেমির কর্ণধার ও শোয়েবের বন্ধু কামিল খানকেও ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন। মেলবোর্নে কাবিলের ব্যবস্থাপনায় তাঁর এই অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন শোয়েব।

আরও পড়ুন: ঋদ্ধিমানের পথেই সুদীপ, বাংলা ছেড়ে কোথায় খেলবেন ওপেনার?

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ হকিতে ব্রোঞ্জ জয় ভারতের মেয়েদের     

বারবার হাঁটুর সমস্যায় ভুগেছেন শোয়েব। অবসর নেওয়ার পরেও যা বারবার তাঁর জীবনে সমস্যা তৈরি করেছে। তবুও ক্রিকেট থেকে দূরে থাকেননি তিনি। কখনও ধারাভাষ্যকার, কখনও আবার নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে কথা বলা। এই সবকিছুই চালিয়ে গিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: কুস্তিতে ব্রোঞ্জ জিতেও ক্ষমা চাইলেন পূজা, সান্ত্বনা মোদীর

পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব ৪৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৭৮টি উইকেট রয়েছে তাঁর। ১৬৩টি ওয়ানডে ম্যাচে ২৪৭ উইকেট নিয়েছেন তিনি। টি২০ ক্রিকেটেও বেশ ভাল রেকর্ড রয়েছে তাঁর। ১৫টি টি২০ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন তিনি। একটা সময় তাঁর বুলেট গতির বলে কাঁপত গোটা দুনিয়া। বারবার বিতর্কেও জড়িয়ে পড়েছেন শোয়েব। তবুও নিজেকে বদলাননি। দ্রুত সুস্থ হয়ে উঠুন শোয়েব এমনটাই চাইছেন প্রাক্তন অজি ব্যাটার ম্যাথু হেডেন। ভিডিওতে কমেন্টও করেছেন তিনি।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement