সস্তার ডেটা ও মোবাইলের পরে এবার ল্যাপটপ আনতে চলেছে রিলায়েন্স জিও। এরা নাম দেওয়া হয়েছে JioBook। এখন জিও বুকের উপর কাজ চলছে। 4G LTE সার্পোট সহ JioBook আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সস্তার ল্যাপটপ যারা কিনতে চান, তাদের জন্য এটি সেরা উপায়। এর আগে সস্তার ডেটা ও মোবাইল এনে বাজার মাতিয়েছে সংস্থা।
XDA Developers এর মতে এই ল্যাপটপ তৈরির জন্য জিও চিনা উৎপাদনকারী সংস্থা ব্লু ব্যাঙ্কের সঙ্গে পার্টনারশিপে এসেছে। এই সংস্থাই জিও মোবাইল তৈরি করেছিল।
জানা যাচ্ছে, এই ল্যাপটপে আগের থেকে JioStore, JioMeet এবং JioPages এর মতো অ্যাপ আগের থেকেই ইনস্টল থাকতে পারে। পাশাপাশি মাইক্রোসফটের বিভিন্ন অ্যাপও দেখা যেতে পারে।
ডুয়েল মিমি HDMI কানেকশন, Wi-Fi আর Bluetooth কানেকশন সবই এই ল্যাপটপে রয়েছে।
জিও-র এই ল্যাপটপের দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে করোনাকালে অনলাইনের উপর নির্ভরতা বেড়েছে। এই বাজারে জিও ল্যাপটপের চাহিদা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে