Advertisement

টেক

Whatsapp chat আর হবে না ফাঁস! জানুন নয়া এই ফিচার সম্পর্কে

Aajtak Bangla
  • 08 Mar 2021,
  • Updated 6:30 PM IST
  • 1/7

কয়েকদিন আগে বেশ কয়েকজন সেলিব্রিটির হোয়াটসঅ্যাপ চ্যাট অনলাইনে ফাঁস হয়ে যায়। পরে জানা যায় সেই চ্যাটগুলি ব্যাক আপ নেওয়া ছিল। পরে সেই চ্যাট থেকে বলিউডে মাদক কারবারে বড় তথ্য খোলসা হয়।

  • 2/7

হোয়াটসঅ্যাপ চ্য়াট ব্যাকআপের সিকিউরিটি নিয়ে কাজ চালাচ্ছে। যাতে সহজের কখনও ফাঁস না হয়।

  • 3/7

এখন থেকে ক্লাউডে চ্যাট ব্যাকআপের জন্য পাসওয়ার্ড দেওয়া থাকবে। ফলে সহজে কেউ খুলতে পারবে না। WABetaInfo এই তথ্য সম্প্রতি প্রকাশ করেছে।

  • 4/7

WABetaInfo জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছামতো চ্যাটের পাসওয়ার্স সেট করতে পারবে। মোট ৮ ডিজিটের পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ড দেওয়ার পরেই ব্যাক আপ করতে পারবেন সকলে।

  • 5/7

হোয়াটসঅ্যাপ চ্যাট লিক কাণ্ডে এক সংবাদ উপস্থাপকের নামও জড়িয়েছিল। যিনি পরে মুম্বই পুলিশ সামনে টিআরপি দুর্নীতির বিষয়ে কথা বলেছিল।

  • 6/7

অ্যান্ড্রয়েড  ও আইওএস দুই ধরনে গ্রাহকরাই জন্য এই ফিচার নিয়ে আসা হচ্ছে।  

  • 7/7

তবে কবে এই ফিচার প্রকাশ করা হবে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এখনও হোয়াটসঅ্যাপ এই ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। মনে করা হচ্ছে অতি দ্রুতর এই ফিচার গ্রাহকদের জন্। নিয়ে আসা হবে। 
 

Advertisement
Advertisement