Advertisement

টেক

Airtel-এর সবচেয়ে সস্তা প্ল্যান, ১৯ টাকায় মিলবে এবার এত GB ডেটা

Aajtak Bangla
  • 24 Apr 2022,
  • Updated 3:30 PM IST
  • 1/6

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Bharti Airtel।  প্রায়শই ইউজারদের জন্য নয়া প্রিপেইড প্ল্যান নিয়ে আসে সংস্থা। এয়ারটেলের Prepaid Plans-গুলিতে 4G ডেটা ভাউচারও সামিল৷ অর্থাৎ, যদি কারও আরও ডেটার প্রয়োজন হয় তবে তিনি 4G ডেটা ভাউচার নিতে পারেন।
 

  • 2/6

Airtel-এর 4G ডেটা ভাউচারের দাম মাত্র ১৯ টাকা থেকে শুরু। দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর আরও ডেটার প্রয়োজন হলে এই ভাউচার খুব কাজে লাগে। তবে Jio-র 4G ডেটা ভাউচারের দাম এর থেকে সস্তা।

  • 3/6

Jio 4G ডেটা ভাউচারের দাম ১৫ টাকা থেকে শুরু। Airtel-এর ১৯ টাকার ভাউচারে 1GB হাই-স্পিড ডেটা দেওয়া হয়েছে। এর মেয়াদ ১ দিন। অর্থাৎ, যদি একদিনে 1GB ডাটা শেষ না হয়, তাহলে সেটির মেয়াদ ফুরিয়ে যাবে। 

  • 4/6

19 টাকার ডেটা ভাউচার ছাড়াও, Airtel গ্রাহকদের আরও অনেক ভাউচার অফার করে। সংস্থা ইউজারদের জন্য ৫৮ টাকা, ৯৮ টাকা, ১০৮ টাকা, ১১৮ টাকা, ১৪৮ টাকা এবং ৩০১ টাকার ভাউচারও রেখেছে৷ এই ভাউচারগুলির মধ্যে অনেকগুলিতে ওটিটি সাবস্ক্রিপশনও থাকে। 

আরও পড়ুনরাতে ঘুমনোর আগে এটি কখনওই খাবেন না, খেলেই বিপদ

  • 5/6

Airtel-এর ৫৮ টাকার ডেটা ভাউচারে 3GB ডেটা পাওয়া যায়। এর বৈধতা ব্যবহারকারীদের প্রিপেইড প্ল্যানের মতোই। ৯৮ টাকার ডেটা ভাউচারটি 5GB ডেটা এবং চলমান প্রিপেইড প্ল্যানের বৈধতায় পাওয়া যায়। 

  • 6/6

প্রসঙ্গত এয়ারটেলের ১৯ টাকার বেস ডেটা ভাউচার ছাড়াও, সমস্ত ডেটা ভাউচারের বৈধতা ইতিমধ্যেই চলমান প্ল্যানের বৈধতার মতোই। আরও ডেটার জন্য, ব্যবহারকারীরা ৩০১ টাকার একটি প্যাক নিতে পারেন। এতে Wynk মিউজিক প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সঙ্গে 50GB ডেটা দেওয়া হয়।
 

Advertisement
Advertisement