Advertisement

ইউটিলিটি

Alto আর S-Pressoর চালু গাড়ি তুলে নিচ্ছে Maruti, দামও বাড়ছে ১ লাখ!

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Apr 2022,
  • Updated 5:15 PM IST
  • 1/9

মারুতি সুজুকি নিজের পপুলার কার অল্টো এবং এসপ্রেসো বেশ কিছু ভ্যারিয়েন্ট ডিসকন্টিনিউ করে দিয়েছে। সেগুলি আর বাজারে মিলবে না।

  • 2/9

জনপ্রিয় এবং বেস্টসেলার কার অল্টো এবং এসপ্রেসো অল্পদিনে সবচেয়ে সস্তার এসইউভি হয়ে ওঠার পরও কেন কোম্পানির এই সিদ্ধান্ত?

  • 3/9

কোম্পানি মুখ্যরূপে নিজের এমন ভ্যারিয়েন্টগুলিকে ডিসকন্টিনিউ করে দিয়েছে যা সিঙ্গেল এয়ারব্যাগের সঙ্গে পাওয়া যেত। সেগুলিকে আর বাজারে ছাড়া হবে না।

  • 4/9

কোম্পানি অলটো এসটিডি এবং এলএক্সআই ভ্যারিয়েন্ট এবং এসপ্রেসো এসটিডি, এলএক্সআই এবং ভিএক্সআই ডিসকন্টিনিউ করে দিয়েছে। কোম্পানি এই ভ্যারিয়েন্ট ডিসকন্টিনিউ করে দিয়েছে। যা আগে একটি চালকের আসনের এয়ারব্যাগের সঙ্গে আসতো।

  • 5/9

আসলে মারুতি সুজুকি কোম্পানি সরকার দ্বারা চলতি বছরের জানুয়ারিতে লাগু করার নতুন নিয়ম অনুমোদনের জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

  • 6/9

জানুয়ারি ২০২২-এ অটো আইন রেগুলেশনে বলা হয়েছে যে এখন থেকে অনিবার্যভাবে সব গাড়িতে চালকের পাশাপাশি সামনের আসনের চালকের পাশের আসনের জন্যও এয়ারব্যাগ দিতে হবে। 

  • 7/9

এবার নতুন ফিচার অ্যাড করে অ্যাডভান্স ভার্সন আনছে কোম্পানি। ফলে এবার গাঁটের কড়িও বেশি খসাতে হবে। নতুন সেগমেন্টের বেস মডেলের দামের চেয়ে ৮৩ হাজার টাকা অর্থাৎ প্রায় ১ লক্ষ টাকা বেশি দাম করছে। এর দাম ৪ লাখ ৮ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। এ ছাড়া সব মডেলেরই দাম উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

  • 8/9

ফিউচার প্ল্যানে মারুতি সুজুকি সেলসের হিসেবে ভারতের সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি। মারুতির বিক্রির ধারেকাছে অন্য কোনও কোম্পানি নেই।

  • 9/9

মারুতি কোম্পানি এখন অল্টোর নেক্সট জেনারেশন টেস্টিং শুরু করেছে। কার অ্যাকেসরিজ এবং ইন্টেরিয়রের হিসেবে নতুন প্লাটফর্মে এবং নতুন চেহারায় লঞ্চ করা হবে।

Advertisement
Advertisement